BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • একই পরিবারের সদস্যদের পানিতে ভেসে...
ফেক নিউজ

একই পরিবারের সদস্যদের পানিতে ভেসে যাওয়ার ভিডিওটি সিলেটের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের মহারাষ্ট্র প্রদেশে পাহাড়ি ঢলে একটি পরিবারের সদস্যরা ভেসে যাওয়ার সময়ে ভিডিওটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva |
Published -  9 July 2024 3:58 PM IST
  • একই পরিবারের সদস্যদের পানিতে ভেসে যাওয়ার ভিডিওটি সিলেটের নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে কয়েকজন ব্যক্তির পানিতে ভেসে যাওয়ার একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ভিডিওটি সাম্প্রতিক সিলেটে বন্যাকবলিত এলাকায় একটি পরিবারের ভেসে যাওয়ার সময়ে ধারণ করা হয়েছে। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।

    গত ২ জুলাই "Sk Asif Bhai" নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি রিল ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির উপরে লেখা থাকতে দেখা যায়, "দেখুন সিলেটের পাহাড়ি ঢলের কবলে একটি পরিবার কি মর্মান্তিক মুহূর্ত"। ভিডিওটিতে নারী ও শিশুসহ কয়েকজন ব্যক্তিকে উজান থেকে আসা পানির স্রোতের মধ্যে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মূলত, ভারতের মহারাষ্ট্র প্রদেশের লোনাভলা নামক একটি স্থানে পিকনিক করতে যান একটি পরিবার। এসময়ে পাহাড়ি ঢলের স্রোত আকস্মিকভাবে বাড়তে শুরু করলে ওই পরিবারের সদস্যরা পানির স্রোতে ভেসে যান। উক্ত সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    সিলেটে একই পরিবারের সদস্যদের বন্যার পানিতে ভেসে যাওয়ার ঘটনাটির সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম দি ইকোনমিক টাইমসের ওয়েবসাইটে গত ২ জুলাই "Lonavala Viral Video: Five family members swept away at Lonavala waterfall, body of 1 missing children found" শিরোনামে একটি সংবাদ প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মহারাষ্ট্র প্রদেশের লোনাভলা নামক স্থানে ভিডিওটি ধারণ করা হয়েছে। লোনাভলায় পিকনিক করতে আসা একটি পরিবারের কয়েকজন সদস্য একটি ঝর্ণার মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে ছিলেন। এসময়ে আকস্মিকভাবে পাহাড়ি ঢলের স্রোত বৃদ্ধি পেলে স্রোত থেকে সরতে না পেরে সবাই একজায়গায় অবস্থান করে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করেন তারা। কিন্তু, শক্তিশালী পাহাড়ি ঢলের সামনে নিজেদেরকে সামলাতে না পেরে একপর্যায়ে স্রোতে ভেসে যান সবাই। স্ক্রিনশট দেখুন--



    আরো কি-ওয়ার্ড সার্চ করে ভারতের আরেকটি গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসে গত ২ জুলাই "Newlyweds were among Pune family members swept away in Lonavala, rescued later" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচ্য ভিডিওটির মত একটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও জানা যায়, মহারাষ্ট্রের পুনে শহরে লোনাভলায় ভুশি বাঁধের কাছাকাছি একটি স্থানে দুর্ঘটনাটি ঘটে। স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদ, দি হিন্দু, মিডডে ইন্ডিয়া এবং পুনেকার নিউজের ওয়েবসাইটেও একই তথ্যসহ আলোচ্য ভিডিওটি এবং ভিডিওটির মত স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়।

    অর্থাৎ পাহাড়ি ঢলে এক পরিবারের সদস্যদের ভেসে যাওয়ার আলোচ্য ভিডিওটি সিলেটের নয় বরং ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনে শহরের লোনাভলা নামক স্থানে দুর্ঘটনাকবলিত ওই পরিবারের ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং ভারতের মহারাষ্ট্র প্রদেশের ভিডিওকে সিলেটের ভিডিও দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    False ClaimMisinformationIndiaMaharashtra indiaMaharashtraSylhet floodFloodFalse Video
    Read Full Article
    Claim :   সিলেটের বন্যা (ভিডিও)
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!