BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ভিডিওটি এশিয়া কাপের...
ফেক নিউজ

ভিডিওটি এশিয়া কাপের পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচের।

By - Md Abdullah Khan |
Published -  21 Sept 2022 11:40 PM IST
  • ভিডিওটি এশিয়া কাপের পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে স্টেডিয়ামে সমর্থকরা নিজেদের মধ্যে হাতাহাতি করছে এমন একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সদ্য সমাপ্ত এশিয়া কাপে গত ৭ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত পাকিস্তান বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ঘটনা এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

    গত ৮ সেপ্টেম্বর "কিশোরগঞ্জ || Kishoreganj" নামের একটি গ্রুপে "Anis Ahammad Shibli" নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "গতরাতে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচের পরে মারামারি।" ভিডিওতে দেখা যাচ্ছে স্টেডিয়ামে সমর্থকরা নিজেদের মধ্যে হাতাহাতি করছে। স্ক্রিনশট দেখুন--

    পোস্টটি দেখুন এখানে

    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচের সময়ে ধারণ করা।

    ইনভিড টুল দ্বারা ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে, "NYOOOZ TV" নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ২০১৯ সালের ৩০ জুন আপলোড করা ভিডিওটির বিবরণ থেকে জানা যায়, পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে দুই দেশের সমর্থকরা নিজেদের মধ্যে ঘুষি মারামারি শুরু করে এবং একে অপরের প্রতি চেয়ার ছুড়ে মারে। তবে এখানে ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল উল্লেখ করা হয়নি। দেখুন ভিডিওটি--

    একই ভিডিও ২০১৯ সালের ২৯ জুন 'Traditional Britain Group - Under Attack' নামের একটি ফেসবুক পেজে আপলোড করতে দেখা গেছে। এখানে ঘটনাটি যুক্তরাজ্যের লিডস স্টেডিয়ামের বলে উল্লেখ করা হয়েছে।

    এই সুত্র ধরে গুগলে কি-ওয়ার্ড সার্চ করলে সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। তন্মধ্যে ২০১৯ সালের ২৯ জুন "Pakistan, Afghanistan fans involved in violent clashes during World Cup 2019 match at Leeds" শিরোনামে দ্য স্ক্রলে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের লিডসের হেডিংলি স্টেডিয়ামে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ঐ ক্রিকেট ম্যাচে খেলার প্রথম দিকেই দুই দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, হেডিংলিতে ম্যাচ চলাকালীন একটি বিমান উড়ে যায়, যেখানে লেখা ছিল 'জাস্টিস ফর বালুচিস্তান।' মূলত এই ব্যানারকে কেন্দ্র করেই হাতাহাতির সূত্রপাত। পরে যা মাঠের বাহিরেও ছড়িয়ে পরে। স্ক্রিনশট দেখুন--

    প্রতিবেদনটি পড়ুন এখানে

    ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর একটি টুইটে সেই ব্যানারের ছবিও খুঁজে পাওয়া যায়।

    ICC Source: Fight broke out b/w Pak&Afghan fans in Leeds because a plane was flown which had Balochistan slogans. Apparently it was an unauthorised plane that flew over the stadium&political messages were visible. Leeds air traffic will investigate. (Pic courtesy: WorldBalochOrg) pic.twitter.com/cu0CyZ0w0U

    — ANI (@ANI) June 29, 2019

    এছাড়া এই ঘটনাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট সহ আরও একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হতে দেখা যায়।

    অর্থাৎ ২০১৯ বিশ্বকাপে পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেট সমর্থকদের হাতাহাতির পুরোনো ভিডিওকে চলতি বছরের এশিয়া কাপের বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

    Tags

    Misleading
    Read Full Article
    Claim :   গতরাতে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচের পরে মারামারি
    Claimed By :  Facebook Post
    Fact Check :  Misleading
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!