ভিডিওটি বিসিবি সভাপতির নাচের নয় বরং ভারতীয় এক কনটেন্ট ক্রিয়েটরের
বুম বাংলাদেশ দেখেছে, এটি বিসিবি সভাপতি ফারুক আহমেদের নয় বরং ভারতীয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের নাচের ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরুণীদের সাথে একজন ব্যক্তির নাচের একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; এটি দুই তরুণীর সাথে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নাচের ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৬ এপ্রিল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “৮ মাসে ১২০ কোটি টাকা সফলভাবে কাজে লাগিয়েছেন বিসিবি সভাপতি ফারুক বাটপার”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। এটি বিসিবি সভাপতি ফারুক আহমেদের নয় বরং ‘Arun Naskar’ নামের ভারতীয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের নাচের ভিডিও।
ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফেসবুকে ‘Arun Naskar’ নামক একটি অ্যাকাউন্টে ২০২৪ সালের ১২ই সেপ্টেম্বর হুবহু ভিডিওটি পাওয়া যায়। ফারুক আহমেদের নামে প্রচারিত ভিডিওটির (বামে) সাথে ‘Arun Naskar’ নামের অ্যাকাউন্টের পাওয়া মূল ভিডিওটির (ডানে) পাশাপাশি মিল দেখুন--
পরবর্তীতে আলোচ্য অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে ‘Arun Naskar’-এর কনটেন্ট দেখে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি তারই। তিনি সাধারণত বিনোদনমূলক কনটেন্ট নিয়ে কাজ করেন (১, ২)। তার এরকম আরো কিছু কনটেন্টের স্ক্রিনশটের কোলাজ দেখুন--
এমনকি আলোচ্য প্রচারিত ভিডিওটির ভিন্ন কোণ থেকে ধারণ করা অপর একটি সংস্করণ পাওয়া যায়। ভিডিওটি একজন্য ব্যবহারকারী প্রকাশ করে সেখানেও তিনি ‘Arun Naskar’ কে উল্লেখ করে 'অরুণ দা' লিখেছেন।
অর্থাৎ এটি বিসিবি সভাপতি ফারুক আহমেদের নয় বরং ভারতীয় একজন কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও।
সুতরাং সামাজিক মাধ্যমে ভারতীয় একজন কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।