ভিডিওটি ফিলিপাইনের, বাংলাদেশে সশস্ত্র কোনো গোষ্ঠীর ঘোরাফেরার নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয় বরং এটি ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট-এর একটি ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি সশস্ত্র গোষ্ঠীর প্রকাশ্যে ঘোরাফেরার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশের বান্দরবানের রুমায় কেএনএফ সদস্যদের অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাফেরার দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১১ আগস্ট ‘S.M. Jakir Hossain’ নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “অস্ত্র সহ বান্দরবানের রুমা বাজারে ওরা কারা? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন! মহাজন গংরা ঘুমিয়ে আছে!” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি বাংলাদেশের বান্দরবানের রুমায় কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাফেরার দৃশ্য নয় বরং এটি ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ)-এর একটি ভিডিও।
ফেসবুকে আলোচিত দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওর কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Basilan Biaf’ নামের আইডি থেকে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ৩১ জুলাই প্রকাশিত ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ‘নিজেকে এমন মানুষ দিয়ে ঘিরে রাখো যারা তোমাকে সম্মান করে, যারা তোমার ব্যক্তিত্বকে ছোট করে তাদের কাছে আসতে দেওয়া উচিত নয়।’ পোস্টটি দেখুন--
আলোচ্য আইডিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ফিলিপাইন থেকে পরিচালিত হচ্ছে। এই আইডিতে এ ধরণের একই গোষ্ঠীর আরো কয়েকটি সশস্ত্র টহলের ভিডিও পোস্ট করা হয়েছে।
যেই ভিডিওগুলোতে সদস্যদের পোশাক এবং ব্যাগে থাকা সশস্ত্র বাহিনীর লোগোটি স্পষ্টভাবে দেখা যায়। ফেসবুকের আলোচ্য ভিডিওতে যেই সশস্ত্র বাহিনীকে দেখানো হয়েছে, তাঁদের লোগো ও পোশাকের সঙ্গে এই লোগো ও পোশাকের মিল রয়েছে। যার সঙ্গে ফিলিপাইনের মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) নামের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ব্যাজের মিল পাওয়া যায়।
কি ওয়ার্ড সার্চ করে “Philippines and Muslim rebels agree peace deal” শিরোনামে প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে ব্যবহৃত ছবির পোশাকের বাহুতে একটি চাঁদ, একটি তারকা এবং একটি তলোয়ার দেখা যায়। যার সঙ্গে ‘Basilan Biaf’ নামের ফিলিপাইন থেকে পরিচালিত আইডিতে একাধিক প্রকাশিত ভিডিওতে একই গোষ্ঠীর পোশাকের ব্যাজের মিল পাওয়া যায়। নিচে দেখুন--
প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইন সরকার এবং দেশের সবচেয়ে বড় মুসলিম বিদ্রোহী গোষ্ঠী এমআইএলএফ’র মধ্যে একটি নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে একটি শান্তি চুক্তি হয়।
অর্থাৎ ভাইরাল ভিডিওটি ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী এমআইএলএফের একটি ভিডিও।
সুতরাং ফিলিপাইনের এমআইএলআফের ভিডিও দিয়ে বান্দরবানের রুমায় কেএনএফ সদস্যদের অস্ত্রসহ প্রকাশ্যে ঘোরাফেরা দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।