বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর বলে প্রচারিত ছবি দুটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, প্রচারিত ছবি দুইটি যথাক্রমে ২০২৩ ও ২০১৯ সালের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটি ছবি একসাথে পোস্ট করে বলা হচ্ছে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শত শত জনগণ শ্রদ্ধা নিবেদন করছে। অধিকাংশ পোস্টে ছবি দুইটি ১৪ আগস্ট কিংবা ১৫ আগস্টে প্রচার করে সাম্প্রতিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৪ আগস্ট ‘রুখে দাঁড়াও যুবলীগ’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি দুইটি একসাথে পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “বিএনপি ৩২ নিয়া ঘুম হারাম ঐদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শত শত জনগণ শ্রদ্ধা নিবেদনে ফুল রাখার জায়গা নাই”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ফেসবুকে প্রচারিত ছবি দুইটির প্রথমটি ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি “টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে একুশের প্রথম প্রহরের। দ্বিতীয় ছবিটি ২০১৯ সালের ১৫ আগস্ট ধানমন্ডিতে (তৎকালীন) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের।
প্রথম ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাইটে ২০২৩ সালের ২১শে ফেব্রুয়ারি “টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল” শিরোনামে প্রকাশিত আলোচ্য ছবিটি সহ একটি প্রতিবেদন পাওয়া যায়।
এতে উল্লেখ করা হয়, ২১ ফেব্রুয়ারি ২০২৩ সালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও টুঙ্গিপাড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে। ফেসবুকে প্রচারিত প্রথম ছবিটির সাথে (বামে) বাসসের প্রতিবেদনে পাওয়া ২০২৩ সালের ছবিটির (ডানে) পাশাপাশি মিল দেখুন--
দ্বিতীয় ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে দ্য ডেইলি স্টার-এর ওয়েবসাইটে বাংলা সংস্করণে ২০১৯ সালের ১৫ আগস্ট “শোকার্ত মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জাতির পিতা” শিরোনামে প্রকাশিত আলোচ্য ছবিটি সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি বাসস থেকে ডেইলি স্টার প্রকাশ করেছে।
এতে উল্লেখ করা হয়, শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (২০১৯ সালের ১৫ই আগস্ট) বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের (তৎকালীন) সামনে রক্ষিত তার প্রতিকৃতিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেন। ফেসবুকে প্রচারিত দ্বিতীয় ছবিটির সাথে (বামে) ডেইলি স্টারের প্রতিবেদনে পাওয়া ২০১৯ সালের ছবিটির (ডানে) পাশাপাশি মিল দেখুন--
অর্থাৎ ফেসবুকে প্রচারিত ছবি দুটি পুরোনো।
উল্লেখ্য ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। এদিকে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের (আজ) ১৫ আগস্ট প্রকাশিত "সুনসান টুঙ্গিপাড়া, শেখ মুজিবের সমাধিতে নিরাপত্তা জোরদার" শিরোনামে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিগত বছরগুলোতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হলেও এ বছর সমাধিতে নেই কোনও দলীয় আয়োজন।
সুতরাং সামাজিক মাধ্যমে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শত শত জনগণ শ্রদ্ধা নিবেদন করছে বলে পুরোনো দুটি ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।