‘আওয়ামীলীগের উচিত আমাদের ক্ষমা করা’- এমন মন্তব্য করেননি প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এমন মন্তব্যযুক্ত ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে কালের কণ্ঠ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে দৈনিক কালের কণ্ঠের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে, যেখানে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের বরাতে বলা হয়েছে, তিনি সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছেন এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ জানুয়ারি 'Maksud-ur Rahaman Rajjak' নামের একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়, এতে প্রেস সচিব শফিকুল আলমের নাম এবং ছবি দিয়ে উল্লেখ্য করা হয়, "বাংলাদেশ আওয়ামী লীগের উচিত আমাদের সমস্ত আপরাধকে ক্ষমা করে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশ নেওয়া। প্রয়োজনে নির্বাচনের নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। আলোচ্য ফটোকার্ডটি কালের কণ্ঠের বানানো নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছে পত্রিকাটি। এছাড়া, ফটোকার্ডে উল্লিখিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুম বাংলাদেশকে জানিয়েছেন।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবি অনুযায়ী এমন কোনো প্রতিবেদন বা ফটোকার্ড কালের কণ্ঠের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত শফিকুল আলম আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছেন এবং দলটিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন--এমন মন্তব্য-সম্পর্কিত কোনো তথ্য ভিন্ন কোনো গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে “আওয়ামী লীগ কী পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি” শিরোনামে ‘কালের কণ্ঠে’র ফেসবুক পেজে গত ১৬ জানুয়ারি একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেখানে কালের কণ্ঠের লোগো এবং শফিকুল আলমের ছবির মিল রয়েছে। যদিও, উভয় শিরোনামের ভিন্নতা দেখা যায়। এছাড়াও কালের কণ্ঠের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে ফেসবুকে ভাইরাল ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মিল পাওয়া যায়নি। পোস্টটি দেখুন--
আলোচ্য ফটোকার্ডটির ব্যাপারে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম বুম বাংলাদেশকে বলেন, ‘আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’।
পরবর্তীতে সংবাদমাধ্যমটির সঙ্গে যোগাযোগ করা হলে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগ থেকে ফটোকার্ডটি তাদের বানানো নয় অর্থাৎ ফেক বলে নিশ্চিত করা হয়।
অর্থাৎ কালের কণ্ঠের লোগো ব্যবহার করে প্রেস সচিব শফিকুল আলমের বরাতে সরকারের পক্ষ থেকে তিনি আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছেন এবং দলটিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন-- এমন মন্তব্যযুক্ত ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে। কালের কণ্ঠ এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং কালের কণ্ঠের লোগো ব্যবহার করে বা সূত্র দিয়ে ভিত্তিহীন ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




