স্বরাষ্ট্র উপদেষ্টা ও জিএম কাদেরের বৈঠকের ছবিটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদের আলোচ্য ছবিটি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর (অবঃ) সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের বৈঠকের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি জাতীয় পার্টির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২২ সেপ্টেম্বর ‘Bodor Uddin Kadir Ofi’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সঙ্গে বৈঠক—এটা কোনো কূটনীতি নয়, এটা নিখাদ বিশ্বাসঘাতকতা! রক্তে ভেজা গণঅভ্যুত্থানের চেতনা এভাবে লাঞ্ছিত হতে পারে না। জনগণের ঘামে-রক্তে লেখা বিজয়ের কণ্ঠরোধ করে যারা ফ্যাসিবাদের দোসরদের সাথে হাত মেলাবে, তাদের জায়গা উপদেষ্টা প্যানেলে নয়, ইতিহাসের আসামির কাঠগড়ায়! আমরা ছাত্রজনতা হুঁশিয়ারি দিয়ে বলছি—এই উপদেষ্টাকে অবিলম্বে প্যানেল থেকে বহিষ্কার করুন। Asif Mahmud ভাই, Mahfuj Alam ভাই , দয়া নয়—বজ্রকঠিন সিদ্ধান্ত নিন। আপনারা দুজনেই এখন আমাদের ছাত্রদের প্রতিনিধি হয়ে উপদেষ্টা প্যানেলে কাজ করছেন তাই স্বাভাবিক ভাবেই আমরা আপনাদের দুজনকেই চাপ প্রয়োগ করব। ফ্যাসিবাদের দোসরদের সাথে আপস মানে শহীদদের রক্তকে পদদলিত করা। আমরা তা হতে দেব না, দেব না, দেব না! নাহিদ ইসলাম Hasnat Abdullah Md Sarjis Alam ভাইই আপনারা এনসিপির হলেও আপনারা ২০২৪ গণ অভ্যুত্থানের নায়ক এবং নেতা আপনারাই এই ২৪ গণ অভ্যুত্থান কে নেতৃত্ব দিয়েছেন। দয়া করে আপনারাও এই বিষয় টাকে মাথায় নিবেন এবং সরাসরি পদক্ষেপ নিবেন। আমরা ছাত্র জনতা এখনো আপনাদের পাশে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ দাবি করা হচ্ছে, আলোচ্য ছবিটি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাম্প্রতিক বৈঠকের।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বৈঠকের আলোচ্য ছবিটি সাম্প্রতিক নয় বরং এটি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর একটি বৈঠকের ছবি।
সংশ্লিষ্ট কি ওয়ার্ড সার্চ করে “যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে” শিরোনামে ‘যুগান্তর’ পত্রিকায় একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচ্য ছবিটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, “দেশের রাজনৈতিক ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদের বৈঠক করেন।” স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ করে “যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে: জিএম কাদের" শিরোনামে সম্প্রচার মাধ্যম ‘চ্যানেল আই’ এর অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গেও ভাইরাল ছবির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর (অবঃ) সাথে সৌজন্য সাক্ষাত করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় তারা আন্তরিকাতাপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সাম্প্রতিক বৈঠকের নয় বরং এটি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বরের একটি বৈঠকের ছবি।
সুতরাং এক বছর পুরোনো বৈঠকের একটি ছবি সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।