BOOM Bangladesh

Trending Searches

    BOOM Bangladesh

    Trending News

      • ফেক নিউজ
      • ফ্যাক্ট ফাইল
      • শরীর স্বাস্থ্য
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফেক নিউজ-icon
        ফেক নিউজ
      • ফ্যাক্ট ফাইল-icon
        ফ্যাক্ট ফাইল
      • শরীর স্বাস্থ্য-icon
        শরীর স্বাস্থ্য
      • Home
      • ফেক নিউজ
      • ছবিটি সাম্প্রতিক নয় বরং ২০২১ সালে...
      ফেক নিউজ

      ছবিটি সাম্প্রতিক নয় বরং ২০২১ সালে সেল্টিক বনাম সেন্ট জনস্টোন ম্যাচের

      বুম বাংলাদেশ দেখেছে, গতবছর এক ফুটবল ম্যাচে সেল্টিক সমর্থকরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পতাকা এভাবে তুলে ধরে।

      By - Ummay Ammara Eva |
      Published -  25 Sept 2022 10:55 PM IST
    • ছবিটি সাম্প্রতিক নয় বরং ২০২১ সালে সেল্টিক বনাম সেন্ট জনস্টোন ম্যাচের

      সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন জানাতে সম্প্রতি সেল্টিক ফুটবল ক্লাব বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন সেল্টিক সমর্থকেরা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

      গত ৭ সেপ্টেম্বর "PSGFGB" নামের একটি ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে বলা হয়, "গতরাতে সেল্টিক বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ ছিলো। মাদ্রিদ ম্যাচ হওয়ায় বিশ্বব্যাপী অসংখ্য মানুষ এই ম্যাচটি যে দেখবে (দেখেছে) এটি জানা কথা। তাই সেল্টিক ফ্যানরা ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন তুলে ধরতে গ্যালারির পুরো একটা অংশ ভাড়া করে নেয়। উল্লেখ্য, ফিলিস্তিনকে পূর্বেও তারা প্রকাশ্যে সাপোর্ট দিয়েছিলো। তাই উয়েফা সেল্টিককে জরিমানাও করেছিলো। তারপরও তারা ন্যায়ের পক্ষে অনড়!" ফেসবুক পোস্টটি দেখুন--


      ফ্যাক্ট চেক:

      বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি চলতি বছরে ধারণ করা নয় বরং ২০২১ সালের ১২ মে অনুষ্ঠিত সেল্টিক ফুটবল ক্লাব বনাম সেন্ট জনস্টোনের মধ্যকার ম্যাচের। এছাড়া আলোচ্য পোস্টে খেলাটি সেল্টিক বনাম রিয়াল মাদ্রিদের দাবি করা হয়, যা সঠিক নয়।

      ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে যুক্তরাজ্যভিত্তিক অনলাইন পোর্টাল "Glasgowtimes" এ ২০২১ সালের ১২ মে "Celtic condemn Green Brigade's Palestine display after 'good faith' of Scott Brown tribute Parkhead entry" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্ত করা একটি টুইটার হ্যান্ডেলের লিংকে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ফুটবল ক্লাব সেল্টিকের সমর্থকেরা ফিলিস্তিনের সমর্থনে দেশটির পতাকা এভাবে তুলে ধরে। যদিও ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে ব্যাপারটি সেখানেই থামিয়ে দেয়। এছাড়া প্রতিবেদনে বলা হয় খেলাটি ছিল সেল্টিক বনাম সেন্ট জনস্টোনের মধ্যকার। স্ক্রিনশট দেখুন--


      প্রতিবেদনটি দেখুন এখানে

      উপরের প্রতিবেদনে যুক্ত করা আলোচ্য ছবি সম্বলিত টুইটার পোস্টটি গত বছরের ১২ মে করা হয়। ওই পোস্টে বলা হয়, নর্থ কার্ভ (সেল্টিকের ফ্যানগ্রুপ) আজকের সেল্টিকের ম্যাচে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে (অনূদিত)। টুইটার পোস্টটি দেখুন--

      The North Curve is flying the flag for Palestine at tonight's Celtic game pic.twitter.com/Rxmv0Jqo7J

      — North Curve Celtic (@NCCeltic) May 12, 2021

      আবার, যুক্তরাজ্যভিত্তিক আরেকটি পত্রিকা "The Sun"-এ ২০২১ সালের ১২ মে "FLYING THE FLAG Celtic's Green Brigade show support for Palestine by covering section in flags at Parkhead" শিরোনামে আরেকটি প্রতিবেদনে ওই একই ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সেল্টিক পার্কে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দেশটির প্রতি সমর্থন জানিয়েছে গ্রিন ব্রিগেড (অনূদিত)। স্ক্রিনশট দেখুন--

      প্রতিবেদনটি দেখুন এখানে

      মূলত, ২০২১ সালের ১০ মে ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণের প্রতিবাদে সেল্টিক ফুটবল ক্লাবের সমর্থকেরা ওই প্রতিবাদের উদ্যোগ নেন। অর্থাৎ ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এক বছরেরও বেশি সময়ের পুরোনো। এছাড়া খেলাটি সেল্টিক বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার নয় বরং খেলাটি ছিল সেল্টিকের বিপক্ষে সেন্ট জনস্টোনের।

      সুতরাং, এক বছর আগের সেল্টিক বনাম জনস্টোনের ফুটবল ম্যাচের ছবিকে কিছুটা ভিন্ন দাবিতে নতুনভাবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

      Tags

      False Claim
      Read Full Article
      Claim :   তাই সেল্টিক ফ্যানরা ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন তুলে ধরতে গ্যালারির পুরো একটা অংশ ভাড়া করে নেয়।
      Claimed By :  Facebook post
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!