BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ছবিটি সৌদির ফুটবল ক্লাব আল-নাসরের...
ফেক নিউজ

ছবিটি সৌদির ফুটবল ক্লাব আল-নাসরের ড্রেসিং রুমের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটির ভেতরে সাদিও তাঁর সাবেক সতীর্থ হেন্ডারসনের সাথে কুশল বিনিময়ের।

By - Tausif Akbar |
Published -  21 Aug 2023 3:25 PM IST
  • ছবিটি সৌদির ফুটবল ক্লাব আল-নাসরের ড্রেসিং রুমের নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দুটি ছবির কোলাজ পোস্ট করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে, ফুটবলার সাদিও মানে লিভারপুলের তাঁর সাবেক সতীর্থ জর্ডান হেন্ডারসন এর সাথে কুশল বিনিময় করছেন এবং পেছনের দেয়ালে মেসি ও অন্যান্য কয়েকজন খেলোয়াড়ের জার্সি বাঁধাই করা আছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, সৌদির ফুটবল ক্লাব আল-নাসরের ড্রেসিং রুমেও লিওনেল মেসির জার্সি দেয়ালে টানানো রয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ০৮ আগস্ট 'Prince Robin' নামের একটি আইডি থেকে ফেসবুকের একটি গ্রুপে "আল নাসের এর ড্রেসিং রুমে লিও মেসির জার্সি…" ক্যাপশনে দুটি ছবির কোলাজ পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবিটি সৌদির ফুটবল ক্লাব আল-নাসরের ড্রেসিং রুম থেকে তোলা নয় বরং এটি কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটির ভেতরে সাদিও মানে লিভারপুলের তাঁর সাবেক সতীর্থ জর্ডান হেন্ডারসনের সাথে কুশল বিনিময়ের ভিডিও ফুটেজের স্থিরচিত্র।

    ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Roshn Saudi League' এর ভেরিফায়েড টুইটার একাউন্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। গত ৭ আগস্ট পোস্ট করা ওই ভিডিওটি থেকেই স্থিরচিত্র দুটি নেয়া হয়েছে। টুইটার পোস্টটি দেখুন--

    2019 - European champions 🏆
    2023 - #RoshnSaudiLeague stars 🫂

    Forever reds 🔴#yallaRSL pic.twitter.com/WR6BBjOgAT

    — Roshn Saudi League (@SPL_EN) August 7, 2023

    কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ব্রিটিশ সংবাদমাধ্যম 'ডেইলি মিরর'-এ "Sadio Mane's four-word reaction to seeing Jordan Henderson in Saudi Arabia speaks volumes" শিরোনামে আলোচ্য ছবিসহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, "সৌদি প্রো লিগের একটি উদ্বোধনী পার্টিতে হেন্ডারসনের সাথে সাদিও মানের দেখা হয়।"

    এছাড়া সৌদি আরবের গণমাধ্যম 'আরব নিউজ'-এ "Liverpool connections, home comforts key to Mane’s Al-Nassr move" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, "জেদ্দায় অফিসিয়াল সৌদি লিগ এর ইভেন্টে প্রাক্তন সতীর্থ জর্ডান হেন্ডারসনের সাথে উষ্ণ আলিঙ্গন করেছেন সাদিও মানে"।



    অর্থাৎ সাদিও মানে তাঁর সাবেক লিভারপুল সতীর্থ জর্ডান হেন্ডারসনের সাথে কুশল বিনিময় করছেন এই বছরের সৌদি প্রো লিগের একটি উদ্বোধনী অনুষ্ঠানে। সার্চ করে দেখা গেছে, চলতি বছর সৌদি প্রো লিগের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি, জেদ্দাতে। অপরদিকে আল-নাসর ক্লাব অবস্থিত রিয়াদে।

    এছাড়াও গুগল ম্যাপ থেকে পাওয়া কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটির ভেতরের কিছু ছবি ও ভিডিওতে দৃশ্যমান ইন্টেরিয়রের সাথে আলোচ্য ছবির ইন্টেরিয়রের মিল খুঁজে পাওয়া যায়। গুগল ম্যাপে ব্যবহারকারীদের আপলোড করা ছবি ও ভিডিও দেখুন এখানে ও এখানে। নীচে আলোচ্য ছবির ইন্টেরিয়র ও গুগল থেকে পাওয়া কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির ইন্টেরিয়রের ছবির মধ্যে তুলনা দেখুন (প্রথমটি আলোচ্য ছবি এবং পরের ছবিগুলো গুগল থেকে নেয়া)--


    উল্লেখ্য কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটির দেয়ালে মেসি সহ বিভিন্ন ফুটবলারের জার্সি বাঁধাই করে টানানো রয়েছে।

    অর্থাৎ ছবিটি সৌদির ফুটবল ক্লাব আল-নাসরের ড্রেসিং রুমে তোলা নয় বরং কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে করা একটি ভিডিও থেকে নেয়া স্থিরচিত্র।

    সুতরাং সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে করা একটি ভিডিওর স্থিরচিত্রকে রিয়াদে আল-নাসরের ড্রেসিং রুমের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

    Tags

    False Claim
    Read Full Article
    Claim :   আল নাসের এর ড্রেসিং রুমে লিও মেসির জার্সি
    Claimed By :  False Claim
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!