BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • পিএসএল ফাইনালে গ্যালারীতে বসা...
ফেক নিউজ

পিএসএল ফাইনালে গ্যালারীতে বসা ব্যক্তি মি. বিন নন

বুম বাংলাদেশ দেখেছে, বিশ্বখ্যাত কৌতুক মিস্টার বিন দাবিতে ছড়িয়ে পড়া ব্যক্তিটি পাকিস্তানের কৌতুক অভিনেতা মুহাম্মদ আরিফ।

By - Mamun Abdullah |
Published -  28 March 2024 10:19 PM IST
  • পিএসএল ফাইনালে গ্যালারীতে বসা ব্যক্তি মি. বিন নন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে এক ব্যক্তির ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা মিস্টার বিন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ১৯ মার্চ 'খেলাধুলা ও বিনোদন মিডিয়া' নামের একটি ফেসবুক পেজ থেকে একই ব্যক্তির দুইটি ছবিটি পোস্ট করে লেখা হয়, "অবশেষে পাকিস্তান সুপার লিগের ফাইনাল উপভোগ করতে উপস্থিত ছিলেন, বিশ্বখ্যাত জোকস মজার মাস্টার,মিস্টার বিন😊 #PSL2024 #pakistancricket।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। স্টেডিয়ামে খেলা দেখতে আসা ব্যক্তি বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা মিস্টার বিন নন বরং তিনি পাকিস্তানের কৌতুক অভিনেতা মুহাম্মদ আরিফ।

    আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ইউটিউবে "Oh Mr Bean when did you come to Pakistan?" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যা গত ১৯ মার্চ 'SAAD.' নামের একটি চ্যানেল থেকে পোস্ট করা হয়। গত ১৮ মার্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলার সময় ধারণকৃত ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দর্শকদের সারিতে ওই ব্যক্তিকে দেখা যায়। ওইসময় পিএসএল এর একজন ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, Mr Bean in PSL | Oh Mr Bean when did you come to Pakistan? ভিডিওটি দেখুন--


    ছবির এই ব্যক্তি কে?

    ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'Usman Jamil' নামের একটি এক্স (সাবেক টুইটার) একাউন্টে "Not good memories with Pakistani Mr. Bean" লেখা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে "Watch: Pak Mr Bean sends love to 'lovely' people of Zimbabwe in new video" শিরোনামে পাকিস্তানি সংবাদমাধ্যম 'The Express Tribune' এ ২০২২ সালের ২৯ অক্টোবর ছবি সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই সাথে ভাইরাল ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যক্তি সম্পর্কে বলা হয়, 'পাকিস্তানি মিস্টার বিন' খ্যাত এই ব্যক্তির প্রকৃত নাম মুহাম্মদ আরিফ। তিনি ব্রিটিশ কৌতুকাভিনেতা রোয়ান অ্যাটকিনসনের সঙ্গে চেহারার সাদৃশ্যের জন্য পরিচিত। রোয়ান অ্যাটকিনসন 'মিস্টার বিন' চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। স্ক্রিনশট দেখুন--


    'The Express Tribune' এ প্রকাশিত প্রতিবেদনে যুক্ত মুহাম্মদ আরিফ এর ছবি (বামে) এবং আলোচ্য ছবিটির (ডানে) মধ্যে পাশাপাশি তুলনামূলক মিল দেখুন--



    আরও কি-ওয়ার্ড সার্চ করে ২০২২ সালে ২৭ অক্টোবরে "Fake Mr Bean Caused A Social Media War Between Zimbabwe-Pakistan In T20 World Cup" শিরোনামে প্রকাশিত 'NDTV' এর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, ওই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-জিম্বাবুয়ের ম্যাচ ঘিরে আলোচনায় আসেন মুহাম্মদ আরিফ নামের ওই ব্যক্তি। তিনি একজন পাকিস্তানি কৌতুক অভিনেতা এবং সত্যিকারের মিস্টার বিনের মতো পোজ দিতে পারেন। স্ক্রিনশট দেখুন--



    কি-ওয়ার্ড সার্চ করে ইউটিউবে 'Mr Bean Pk Official' নামের একটি চ্যানেলও খুঁজে পাওয়া যায়। যেখানে ওই ব্যক্তিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে। ভিডিওটি দেখুন--

    অর্থাৎ পিএসএলের ফাইনাল ম্যাচে গ্যালারি উপস্থিত ব্যক্তি মিস্টার বিন নন বরং তিনি পাকিস্তানের নাগরিক মুহাম্মদ আরিফ।

    প্রসঙ্গত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন 'মিস্টার বিন' নামে খ্যাত। ১৯৫৫ সালের ৬ জানুয়ারি তিনি ইংল্যান্ডে জন্ম গ্রহণ করেন। এই চরিত্রে টেলিভিশন সিরিজে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ২০১১ সালে বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী, রোয়ান অ্যাটকিনসন 'মিস্টার বিন' চরিত্রে আর অভিনয় করবেন না বলে ঘোষণা দেন।

    সুতরাং পিএসএল এর ফাইনালে গ্যালারিতে দর্শকদের সারিতে থাকা পাকিস্তানি কৌতুক অভিনেতা মুহাম্মদ আরিফকে মি. বিন দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   অবশেষে পাকিস্তান সুপার লিগের ফাইনাল উপভোগ করতে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত জোকস মজার মাস্টার মিস্টার বিন
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!