BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • পুরোনো সম্পাদিত ছবি বাবর আজমের...
ফেক নিউজ

পুরোনো সম্পাদিত ছবি বাবর আজমের দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিন্ন এক ক্রিকেটারের ২০১০ সালের পুরোনো ছবি এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

By - Tausif Akbar |
Published -  26 Oct 2024 12:20 AM IST
  • পুরোনো সম্পাদিত ছবি বাবর আজমের দাবিতে প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা গেছে, আউট হওয়ার সময় একজন ক্রিকেটার বায়ু নির্গমণ করেছেন যা হটস্পট টেকনোলজির চিত্রে ধরা পড়েছে। এছাড়াও ছবিতে আউট হওয়া ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম এর নাম উল্লেখ করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। পোস্টটি ফেসবুকে দেখুন এখানে, এখানে ও এখানে। এছাড়াও পোস্টটি ইনস্টাগ্রামে দেখুন এখানে।

    গত ১৫ অক্টোবর ‘snehasis4948’ ইউজারনেম এর থ্রেডস অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “Technology is Invading Privacy. First Ever ''Fart Before Wkt'' in Cricket History”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি সম্পাদিত। ভিন্ন এক ব্যাটসম্যানের ২০১০ সালের পুরোনো হটস্পট প্রযুক্তির চিত্রকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে। ২০১০ সালের পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানি ক্রিকেটার আজহার আলীর আউট হয়ে যাওয়ার বলের হটস্পট প্রযুক্তির ছবির ইনসেটে গত ৭-১১ অক্টোবরের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাবর আজমের ১৫ বলে ৫ রান করে আউট হওয়ার স্কোরকার্ড যুক্ত করে দেওয়া হয়েছে এবং বায়ু নির্গমণের দৃশ্যও যুক্ত করা হয়েছে।

    প্রচারিত ছবিটিতে ইনসেটে উল্লেখ করা হয়েছে বাবর আজম গাস অ্যাটকিনসনের বলে উইকেটকিপার জেমি স্মিথের কাছে ক্যাচ তুলে দিয়ে ১৫ বলে ৫ রান করে আউট হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে বাবর আজম এর এই ম্যাচটির তথ্য পাওয়া যায়। ৭-১১ অক্টোবরের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাবর আজমের ১৫ বলে ৫ রান করে আউট হওয়ার ক্লিপটিও এবং ম্যাচ হাইলাইটের ভিডিও পাওয়া যায়। ইউটিউবে প্রকাশিত ক্লিপটির প্রিভিউ দেখুন--


    ভিডিওতে বাবর আজমের আউট হওয়ার সময়ের ফুট পজিশনিং ও ব্যাট চালনার ধরণের সাথে আলোচ্য হটস্পট প্রযুক্তির ছবিটির ধরণের সাথে বৈসাদৃশ্য পাওয়া যায়।

    পরবর্তীতে ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এ ২০১০ সালের ৩০ জুলাই "Swing is in the air for Jimmy: Quick win in sight as Anderson puts naive Pakistan to the sword" শিরোনামে আলোচ্য ছবিটির মূল ভার্সন সহ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে হটস্পট প্রযুক্তির ছবিতে থাকা ব্যক্তিকে পাকিস্তানের তৎকালীন ক্রিকেটার 'আজহার আলী' হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



    সার্চ করে ২০১০ সালের ২৯ জুলাই শুরু হওয়া পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানি ক্রিকেটার আজহার আলী জেমস অ্যান্ডারসনের বলে ম্যাট প্রায়র এর কাছে ক্যাচ তুলে দিয়ে ৪৮ বলে ১৪ রানে আউট হয়ে যাওয়ার তথ্যের সত্যতা পাওয়া যায়। আলোচ্য সম্পাদিত ছবিটি (বামে) ও ডেইলি মেইলে পাওয়া মূল হটস্পট প্রযুক্তির ছবিটির (ডানে) পাশাপাশি তুলনামূলক চিত্র দেখুন--



    অর্থাৎ ২০১০ সালের পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানি ক্রিকেটার আজহার আলীর আউট হয়ে যাওয়ার বলের হটস্পট প্রযুক্তির ছবির ইনসেটে গত ৭-১১ অক্টোবরের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাবর আজমের ১৫ বলে ৫ রান করে আউট হওয়ার স্কোরকার্ড যুক্ত করে দেওয়া হয়েছে।

    উল্লেখ্য আলোচ্য প্রচারিত ছবিতে 'Temba Bavuma Academy' লেখা দেখতে পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট নামের পেজটিতে ভিজিট করে দেখা যায় এটি একটি ক্রিকেট ভিত্তিক ফান পেজ যারা মজা করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে। সম্পাদিত এই ছবিটি ২০১২ সালে আরো একটি ফান পেজে প্রকাশিত হতে দেখা গেছে। অর্থাৎ মজা করার উদ্দেশ্যে হটস্পট প্রযুক্তির ছবিতে সম্পাদনার মাধ্যমে বায়ু নির্গমণের দৃশ্য যুক্ত করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এটি আসল দৃশ্য হিসেবেও প্রচার হয়েছে।

    সুতরাং সামাজিক মাধ্যমে পুরোনো একটি ছবিকে এডিট করে সাম্প্রতিক ছবি হিসেবে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

    Tags

    oldeditedpictureBabar Azam
    Read Full Article
    Claim :   আউট হওয়ার সময় বাবর আজম বায়ু নির্গমণ করেছেন
    Claimed By :  Social Media Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!