BOOM Bangladesh

Trending Searches

    BOOM Bangladesh

    Trending News

      • ফেক নিউজ
      • ফ্যাক্ট ফাইল
      • শরীর স্বাস্থ্য
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফেক নিউজ-icon
        ফেক নিউজ
      • ফ্যাক্ট ফাইল-icon
        ফ্যাক্ট ফাইল
      • শরীর স্বাস্থ্য-icon
        শরীর স্বাস্থ্য
      • Home
      • ফেক নিউজ
      • ফিলিস্তিনের প্রতি ইলন মাস্কের...
      ফেক নিউজ

      ফিলিস্তিনের প্রতি ইলন মাস্কের সংহতির সংবাদটি বিভ্রান্তিকর

      বুম বাংলাদেশ দেখেছে, ফিলিস্তিনে গণহত্যার নয় বরং সব দেশের সকল গণহত্যার ক্ষেত্রে ইলন মাস্ক এই ঘোষণা দিয়েছেন।

      By - Tausif Akbar |
      Published -  30 Nov 2023 1:41 PM IST
    • ফিলিস্তিনের প্রতি ইলন মাস্কের সংহতির সংবাদটি বিভ্রান্তিকর

      সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজ সহ সাধারণ পেজ এবং গ্রুপে একটি খবরের লিংক পোস্ট করা হয়েছে। খবরের লিংকটিতে ক্লিক করলে দেখা যায়, "ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে সিইও ইলন মাস্ক তার অফিসিয়াল হ্যান্ডেলে ঘোষণা করেছেন, যারা ফিলিস্তিনে গণহত্যার সমর্থন করবে, তাদের এক্স একাউন্ট স্থগিত করা হবে"। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

      গত ১৯ নভেম্বর ‘Mamun Morshed’ নামক ফেসবুক পেজ থেকে "ফিলিস্তিনের প্রতি ইলন মাস্কের সংহতি" শিরোনামের একটি খবরের লিংক পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



      পোস্টের সাথে সংযুক্ত প্রতিবেদনের লিংকে ক্লিক করে দৈনিক পত্রিকা 'নয়া দিগন্ত' এর অনলাইন সংস্করণের খবরের বিস্তারিত অংশে দেখা যায়, "ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক। তিনি তার অফিসিয়াল হ্যান্ডেলে ঘোষণা করেছেন, যারা ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত’ এর মতো বাক্যাংশগুলো ব্যবহার করে (ফিলিস্তিনে) গণহত্যার সমর্থন করবে, তাদের এক্স একাউন্ট স্থগিত করা হবে"। একই প্রতিবেদন পাওয়া যায় অনলাইন সংবাদ সাইট 'জুম বাংলায়'-ও। নয়া দিগন্ত এর প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--



      ফ্যাক্ট চেক:

      বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। এক্স একাউন্টে দেয়া পোস্টের মাধ্যমে ইলন মাস্ক ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেননি বরং তিনি যেকোনো গণহত্যাকে সমর্থনকারীর একাউন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

      কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ গত ১৮ নভেম্বর ইলন মাস্কের একটি রিটুইট ও রিপ্লাই (থ্রেড) পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে (জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরে) মাস্ক উল্লেখ করেন, "(এক্স প্লাটফর্মে) যে কেউ গণহত্যার সাপোর্ট করলে তাকে সাসপেন্ড করা হবে"। এতে তিনি আরো উল্লেখ করেন, "উপনিবেশীকরণ", "নদী থেকে সমুদ্র পর্যন্ত" এবং অনুরূপ শব্দগুচ্ছ অগত্যা গণহত্যাকে বোঝায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



      অর্থাৎ ইলন মাস্ক নির্দিষ্ট কোনো স্থান বা দেশ নয় বরং যেকোনো গণহত্যার সমর্থন করলে তাদের এক্স (সাবেক টুইটার) একাউন্ট স্থগিত করার কথা বলেছেন।

      এদিকে, ইলন মাস্কের এই এক্স পোস্টকে ঘিরে দুই ধরণের ব্যাখ্যা প্রচারিত হচ্ছে সামাজিক মাধ্যমে, যা পরস্পর সম্পূর্ণ সাংঘর্ষিক। কেউ বলেছেন, ইলন মাস্ক এর মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং ফিলিস্তিন বিরোধীদের অ্যাকাউন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছেন। আবার কেউ বলেছেন, এই পোস্টের মাধ্যমে ইলন মাস্ক ফিলিস্তিন বিরোধী অবস্থান নিয়েছেন এবং ফিলিস্তিন-পন্থী ব্যক্তিদের একাউন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

      ইলন মাস্ক ফিলিস্তিন-পন্থীদের এক্স একাউন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছেন--এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা যাচাই করে দেখে আমেরিকান তথ্য যাচাই প্রতিষ্ঠান ‘চেক ইউর ফ্যাক্ট’। গত ২৭ নভেম্বর "FACT CHECK: DID ELON MUSK ANNOUNCE HE WOULD SUSPEND PRO-PALESTINE X ACCOUNTS?" শিরোনামে প্রকাশিত এক তথ্য যাচাই প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক ফিলিস্তিন-পন্থীদের একাউন্ট সাসপেন্ড করার ঘোষণা দেননি। তিনি মূলত বলছেন, যেকোনো দেশের যেকোনো ধরণের গণহত্যার সমর্থন করলে তাদের এক্স একাউন্ট সাসপেন্ড করা হবে (অনূদিত ও সংক্ষেপিত)। স্ক্রিনশট দেখুন--



      এছাড়াও একই দাবি যাচাই করে জর্ডানের ফ্যাক্ট চেক সংস্থা 'মিসবার' গত ২০ নভেম্বর ‘Elon Musk Did Not Declare the Suspension of Pro-Palestine Accounts on X’ শিরোনামে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, মিসবার যাচাই করে দেখেছে ইলন মাস্ক ফিলিস্তিনের পক্ষে পোস্টকারী একাউন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছেন মর্মে প্রচারিত দাবিটি সঠিক নয়। বরং তিনি বলেছেন, সব ধরণের গণহত্যার ক্ষেত্রেই তা সমর্থন করলে তাদের এক্স একাউন্ট স্থগিত করা হবে (অনূদিত ও সংক্ষেপিত)।

      অর্থাৎ ইলন মাস্ক তার এক্স পোস্টের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে কিংবা বিপক্ষে পোস্টকারীর একাউন্ট স্থগিত করার ঘোষণা দেননি। ফিলিস্তিনের প্রতি সংহতিও প্রকাশ করেননি কিংবা ফিলিস্তিন বিরোধী অবস্থানও নেননি। বরং যেকোনো দেশের যেকোনো গণহত্যা সমর্থন করে পোস্ট করলে, পোস্টকারীর একাউন্ট স্থগিত করার কথা বলেছেন তিনি।

      সুতরাং এক্স একাউন্টে দেয়া ইলন মাস্কের এক পোস্টকে ভুল ব্যাখ্য দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

      Editor's Note: প্রতিবেদনটি প্রকাশের পর কিঞ্চিৎ পরিমার্জন করা হয়েছে।

      Tags

      misleading news
      Read Full Article
      Claim :   ইলন মাস্ক ঘোষণা করেছেন; যারা ফিলিস্তিনে গণহত্যার সমর্থন করবে তাদের এক্স একাউন্ট স্থগিত করা হবে।
      Claimed By :  Facebook Post and media claim
      Fact Check :  Misleading
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!