জেমস ওয়েব টেলিস্কোপটি অকেজো হয়ে যায়নি
বুম বাংলাদেশ দেখেছে, মহাকাশে কোন বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও জেমস ওয়েব টেলিস্কোপটি এখনো সফলভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, অকেজো হয়ে গেছে জেমস ওয়েব টেলিস্কোপ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ আগস্ট 'Anis Rahman' নামে একটি আইডি থেকে পোস্ট করে লেখা হয়, "বিস্ময়কর ছবি পাঠানোর পরেই কী ভাবে অকেজো হয়ে গেল জেমস ওয়েব টেলিস্কোপ?প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, জেমসের ক্ষয়ক্ষতি তেমন সাংঘাতিক কিছু নয়। কিন্তু ক্রমশ বিজ্ঞানীরা খতিয়ে দেখছেন ক্ষতির বহর।ক'দিন আগেই নাসার জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানো ছবিতে মুগ্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব। কিন্তু সেই মুগ্ধতার অবসানের লগ্ন কি ঘনিয়ে এল? কেননা, খবর পাওয়া যাচ্ছে, এই টেলিস্কোপটি নাকি এক গ্রহাণুর সঙ্গে ধাক্কায় চিরতরে ধ্বংস হয়ে গিয়েছে।......" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, জেমস ওয়েব টেলিস্কোপটি অকেজো হওয়ার দাবিটি মিথ্যা। উল্কার আঘাতে টেলিস্কোপটির একটি আয়না ক্ষতিগ্রস্ত হলেও তাতে জেমস ওয়েব টেলিস্কোপটির কার্যক্রম ব্যহত হয়নি।
কি-ওয়ার্ড সার্চ করে 'bgr.com' নামে একটি ওয়েবসাইটে এবছরের ২১ জুলাই 'James Webb telescope suffers 'significant uncorrectable change' from a meteoroid hit' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, উল্কার আঘাতে জেমস ওয়েব টেলিস্কোপের একটি আয়না ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এর ফলে টেলিস্কোপটির কার্যক্রম থেমে যাবে না কারণ আরও ১৭ টি আয়না আছে ওই টেলিস্কোপটিতে যা দিয়ে টেলিস্কোপটির মূল কাজ সম্পন্ন করা সম্ভব। জেমস ওয়েব টেলিস্কোপটি এবছরের জুলাইয়ে প্রথম তাঁদের তোলা ছবি প্রকাশ করে। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটি দেখুন এখানে
আরো সার্চ করে, 'livescience.com' নামে একটি ওয়েবসাইটে 'Meteor impact left 'uncorrectable' damage to the Webb telescope's mirror, new report shows' শিরোনামে ২১ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাটির একটি ছোট অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাতে টেলিস্কোপটির কার্যক্রম কোনোভাবেই ব্যহত হবে না। বরং জেমস ওয়েব টেলিস্কোপটি আশাতীত ভালো কাজ করছে। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটি দেখুন এখানে
এছাড়াও, 'globalnews' নামে আরেকটি ওয়েবসাইটে গত ২০ জুলাই 'Micrometeoroid causes 'uncorrectable' damage to James Webb Space Telescope' শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, টেলিস্কোপটি নিয়ে যে ইঞ্জিনিয়াররা কাজ করছেন, তারা ঘটে যাওয়া ক্ষতিটুকুকে মানিয়ে নিতে সক্ষম হয়েছেন। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটি দেখুন এখানে
জেমস ওয়েব টেলিস্কোপটি ২০২১ সালে কাজ শুরুর পরে এবছরের জুলাইয়ে প্রথম তাঁদের তোলা ছবি প্রকাশ করে।
সুতরাং জেমস ওয়েব টেলিস্কোপটির একটি আয়না উল্কার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়াকে টেলিস্কোপটি অকেজো হয়ে গেছে বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।