শি চিনফিংয়ের গৃহবন্দী হওয়ার তথ্যটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, প্রেসিডেন্ট শি চিনফিংয়ের গৃহবন্দীর তথ্য ছড়ানোর পর গত ২৭ সেপ্টেম্বরও তাঁকে জনসম্মুখে আসতে দেখা গেছে।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে পোস্ট করে বলা হচ্ছে, চীনের প্রেসিডেন্ট শি চিনফিংকে গৃহবন্দী করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ সেপ্টেম্বর বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির ফেসবুক পেজ "mytv Bangladesh"-এ একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "গৃহবন্দি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং!" এছাড়াও, ওই ভিডিওটির ৫ থেকে ১২ সেকেন্ডের ভিতরে ভয়েস ওভারে রিপোর্টারকে বলতে শোনা যায়, "সোশাল মিডিয়ার বিভিন্ন পোস্ট থেকে জানা গিয়েছে, সেদেশের সর্বশক্তিমান প্রেসিডেন্ট তথা চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি শি জিনপিংকে গৃহবন্দী করা হয়েছে। " ফেসবুক পোস্টটি দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে চীনের প্রেসিডেন্ট শি চিনফিংকে গৃহবন্দী করে রাখার দাবি করা হলেও গত ২৭ সেপ্টেম্বর শি চিনফিং'কে সবশেষ জনসম্মুখে আসতে দেখা গেছে। সেদিন তিনি একটি এক্সিবিশন পরিদর্শন করতে যান।
বিভ্রান্তিকর দাবির ফেসবুকে পোস্টে দাবি করা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর এসসিও শীর্ষসম্মেলন শেষে দেশে ফেরার পরপরই তাঁকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তবে, ১৬ সেপ্টেম্বরের পরে গত ২৭ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি চিনফিংকে জনসম্মুখে দেখা যায়। কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন ভার্সনে গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত "সেনা অভ্যুত্থানের গুজব উড়িয়ে প্রকাশ্যে শি জিনপিং" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "সব গুজব উড়িয়ে প্রকাশ্যে এসেছেন শি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তাকে বেইজিংয়ের একটি প্রদর্শনীতে দেখা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।" স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটি দেখুন এখানে
আরো সার্চ করে ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে গত ২৭ সেপ্টেম্বর "China's Xi makes first public appearance after 'coup' rumours" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, কয়েকদিনের অনুপস্থিতির পরে চীনের প্রেসিডেন্ট ৬৯ বছর বয়সী শি চিনফিং আবারো জনসম্মুখে এসেছেন। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটি দেখুন এখানে
বিষয়টি নিশ্চিত হতে আরো সার্চ করে কাতারভিত্তিক সংবাদ চ্যানেল আল জাজিরার অনলাইন ভার্সনে গত ২৭ সেপ্টেম্বর "China's Xi makes first public appearance after 'coup' rumours" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনেও বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি মধ্য-এশিয়ায় সরকারী সফর থেকে চীনে ফিরে আসার পর জনসাধারণের সম্মুখে তার প্রথম উপস্থিতির মাধ্যমে গৃহবন্দী থাকার গুজব উড়িয়ে দিয়ে চীনের রাষ্ট্রপতি শি চিনফিং মঙ্গলবার বেইজিং-এ একটি প্রদর্শনী পরিদর্শন করেছেন। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটি দেখুন এখানে
এছাড়াও, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার ওয়েবসাইটে গত ২৭ সেপ্টেম্বর "Xi stresses forging ahead toward new victory of socialism with Chinese characteristics" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে প্রেসিডেন্ট শি চিনফিংকে চীনা কমিউনিস্ট পার্টির কয়েকজন সদস্যের সাথে বেইজিং এক্সিবিশন হলের একটি প্রদর্শনীর পরিদর্শনে দেখা গেছে। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ চীনা প্রেসিডেন্ট শি চিনফিং গৃহবন্দী আছেন বলে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।