BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ইসরায়েলের সেনা প্রধান নিহত হওয়ার...
ফেক নিউজ

ইসরায়েলের সেনা প্রধান নিহত হওয়ার তথ্যটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি মারা যাননি এবং নিহতের সংখ্যা ৬৭ নয় বরং ৪ জন।

By - Tausif Akbar |
Published -  28 Oct 2024 12:37 AM IST
  • ইসরায়েলের সেনা প্রধান নিহত হওয়ার তথ্যটি সঠিক নয়

    সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে পোস্ট করে বলা হয়েছে; হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান হারজি হালেভি নিহত হয়েছেন। এরকম একটি পোস্ট দেখুন এখানে। ফেসবুকে হারজি হালেভি এর পাশাপাশি আরো ৬৭ জনের নিহতের কথা বলা হয়েছে। ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত পোস্ট দেখুন এখানে ও এখানে।

    গত ১৫ অক্টোবর ‘newproxy786’ ইউজার নেম এর একটি থ্রেডস অ্যাকাউন্ট থেকে ছবি (স্ক্রিনশট) সহ এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। ছবিতে উল্লেখ করা হয়, 'ঈদ মোবারক। ইসরাইলী আর্মি চিফ হারজি হালেভি জাহান্নামে'। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান হারজি হালেভি নিহত হননি। এই ঘটনায় ৬৭ জন নয় বরং ৪ জন সদস্যের মৃত্যু হয়েছে।

    বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘বিবিসি’-এ গত ১৪ অক্টোবর “Hezbollah drone attack kills four Israeli soldiers and injures 58” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তর ইসরায়েলে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলায় চার সেনা নিহত ও ৫৮ জন আহত হয়েছে। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে (অনূদিত)।

    এই হামলায় ৪ জনের আইডিএফ সদস্যের মৃত্যু ও ৫৮-৬০ জনের আহতের খবর পাওয়া যায় আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন ও আল জাজিরা'র খবরেও। একই তথ্য আইডিএফ এর ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টের পোস্টেও উল্লেখ করা হয়েছে। বিবিসি'র প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



    পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ইসরায়েলি সংবাদ মাধ্যম ‘জেরুজালেম পোস্ট’-এ গত ১৩ অক্টোবর “False rumors of IDF Chief Halevi's death in Hezbollah attack flood social media” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, আইডিএফ চিফ অফ স্টাফ হারজি হালেভি এর মৃত্যুর খবরটি ভুয়া যা হিজবুল্লাহর হামলার পরপরই সামাজিক মাধ্যমে প্রচারিত হয় (অনূদিত ও সংক্ষেপিত)।

    এছাড়াও, সার্চ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এএফপি’ এর ফ্যাক্ট-চেকিং সাইটে গত ১৬ অক্টোবর “Hezbollah strike did not kill IDF chief Herzi Halevi” শিরোনামে প্রকাশিত একটি ফ্যাক্ট-চেকিং প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী -আইডিএফ এর প্রধান হারজি হালেভি'র নিহতের খবরটি সত্য নয় (অনূদিত ও সংক্ষেপিত)। ফ্যাক্ট-চেকিং প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



    এমনকি গত ১৩ অক্টোবরে সংগঠিত হামলার পরে ১৪ অক্টোবরে ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা গেছে আইডিএফ প্রধান হারজি হালেভি'কে। ঘটনাস্থল পরিদর্শনের ছবি ও ভিডিও দেখুন এখানে ও এখানে। এরকম একটি পোস্টের স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান হারজি হালেভি নিহত হননি। এই ঘটনায় ৬৭ জন নয় বরং ৪ জন সদস্যের মৃত্যু হয়েছে।

    সুতরাং সামাজিক মাধ্যমে হিজবুল্লাহর হামলায় আইডিএফ প্রধান হারজি হালেভি সহ ৬৭ জনের মৃত্যু হয়েছে- মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।

    BBC News is known for comprehensive global coverage and occasional perceived liberal bias.

    Tags

    armychief
    Read Full Article
    Claim :   হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের সেনাপ্রধান নিহত
    Claimed By :  Social Media Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!