BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্সের...
ফেক নিউজ

বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্সের সংবাদটি চার বছর পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্স সংক্রান্ত খবরটি ২০১৯ সালে গণমাধ্যমে প্রকাশিত হয়।

By - Tausif Akbar |
Published -  25 Sept 2023 7:44 PM IST
  • বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্সের সংবাদটি চার বছর পুরোনো

    সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি গণমাধ্যমের পেজ সহ বিভিন্ন পেজ ও গ্রুপে ভিডিও প্রতিবেদন কিংবা খবরের লিংক পোস্ট করে বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্স সংক্রান্ত একটি খবর প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ১৭ সেপ্টেম্বর দেশীয় গণমাধ্যম দৈনিক কালবেলা এর ফেসবুক পেজ 'Kalbela World' থেকে একটি ভিডিও পোস্ট করে শিরোনামে লেখা হয়, "বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্স!"। প্রতিবেদনটিতে বলা হয়, কুয়েতের একটি বিয়ে মাত্র তিন মিনিট স্থায়ী হয়েছিল। এরপর কনের একটি মন্তব্যের জেরে বিয়ে ভেঙে যায়। বিয়ের অনুষ্ঠানে স্বামী মঞ্চে উঠতে গিয়ে পড়ে গেলে এ নিয়ে মজা করেন স্ত্রী। স্ত্রী স্বামীকে স্টুপিড বলে গালমন্দ করেন। এতে স্বামী চটে গিয়ে ডিভোর্স দেন স্ত্রীকে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    কালবেলা ছাড়াও বিভিন্ন গণমাধ্যম খবরটিকে প্রকাশ করে। সম্প্রতি প্রকাশিত খবরে বেশিরভাগ গণমাধ্যমই নির্দিষ্ট করে ঘটনার সময় উল্লেখ করেনি। ফলে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা গণমাধ্যমের পেজ থেকে সম্প্রতি প্রকাশিত হওয়ায় ঘটনাটিকে সাম্প্রতিক মনে করবেন এটাই স্বাভাবিক। দেখুন-

    এদিকে, দৈনিক ইত্তেফাক তাদের অনলাইন সংস্করণে ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি এই সংবাদটি প্রকাশ করলেও চার বছর পরে গত ১৮ সেপ্টেম্বর একই সংবাদ পুনরায় প্রকাশ করেছে। দেখুন--

    বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি তাদের অনলাইন ভার্সন ও ইউটিউব চ্যানেলে আলোচ্য খবরটি প্রচার করেছে। দেখুন--

    • দৈনিক যুগান্তর - বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্স
    • দৈনিক ইত্তেফাক- বিশ্বের স্বল্পস্থায়ী বিয়ে, ৩ মিনিটেই ডিভোর্স
    • দৈনিক কালবেলা- বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্স
    • মাইটিভি (ইউটিউব) - বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্স !
    • অর্থসূচক (ইউটিউব) - বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্স
    • মলয় নিউজ - বিয়ের তিন মিনিট পরই বিচ্ছেদ!
    • ইনকিলাব- তিন মিনিটের দম্পতি
    • বাংলাদেশ প্রতিদিন - বিয়ের ৩ মিনিটেই ডিভোর্স!
    • নয়া দিগন্ত- বিয়ের ৩ মিনিটেই ডিভোর্স!
    • দ্য ঢাকা টাইমস- ৩ মিনিটেই ডিভোর্স: বিশ্বের স্বল্পস্থায়ী বিয়ের রেকর্ড!

    অনলাইন পোর্টাল 'ডেইলি-বাংলাদেশ' সংবাদটি প্রকাশ করলেও তা প্রত্যাহার করে নিয়েছে এবং এটির কোনো আর্কাইভ ভার্সন পাওয়া যায়নি। পাশাপাশি, অনলাইন পোর্টাল বার্তা২৪ সাইট থেকে তাদের নিউজ (আর্কাইভ) প্রত্যাহার করে নিলেও ভিডিও প্রতিবেদন এখনো রয়ে গেছে তাদের ইউটিউব চ্যানেলে। দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য সংবাদটি সাম্প্রতিক নয়। ইন্টারনেটে বিভিন্ন সংবাদ পোর্টালে এই সংবাদটি ২০১৯ সালের জানুয়ারি থেকেই বিদ্যমান।

    কয়েকটি গণমাধ্যমে সংবাদটি ডেইলি মিরর এর বরাতে প্রকাশ করায়, ইংরেজি কি-ওয়ার্ড সার্চ করে গত ১৪ সেপ্টেম্বর "Couple divorce after three minutes when groom makes shocking comment at wedding" শিরোনামে প্রকাশিত ডেইলি মিররের প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। ডেইলি মিররের প্রতিবেদনটিতে সূত্র হিসেবে 'q8news' নিউজ এর প্রতিবেদনের লিংক উল্লেখ (হাইপারলিং) করা রয়েছে। লিংকে ক্লিক করে দেখা যায় 'q8news' নিউজ এর প্রতিবেদনটি ২০১৯ সালের ২৭ জানুয়ারির। অর্থাৎ সংবাদটি চার বছরের পুরোনো। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--

    পাশাপাশি, মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম 'খালিজ টাইমস' এর অনলাইন সংস্করণে ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি "Newlywed bride demands divorce 3 minutes after signing marriage contract" শিরোনামে প্রকাশিত চার বছর আগের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

    একইসাথে, ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল এর অনলাইন সংস্করণে ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি "Couple divorce after THREE MINUTES when Kuwaiti bride trips and husband calls her 'stupid' - prompting his wife to have the marriage annulled immediately" শিরোনামে প্রকাশিত আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।


    পুরোনো খবর দেশীয় গণমাধ্যমে যেভাবে পুনরুৎপাদিত হল

    ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর এর অনলাইন সংস্করণে গত ১৪ সেপ্টেম্বর এই সংবাদটি প্রকাশ করা হয়। এর পরইপরই ট্যাবলয়েডটির বরাতে বিভিন্ন গণমাধ্যম এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু সার্চ দেখা গেছে, হুবহু একই শিরোনামে "Couple divorce after THREE MINUTES when groom makes shocking comment at wedding" একই প্রতিবেদকের নামে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি প্রথম ডেইলি মিররে সংবাদটি প্রকাশ করা হয়েছিল। তবে পুনঃপ্রকাশিত প্রতিবেদনে ডেইলি মিরর চার বছরের পুরোনো একটি প্রতিবেদনের লিংক হাইপারলিংক করে দিয়েছে। দেশীয় গণমাধ্যমগুলো সেই হাইপারলিংক চেক না করায় সাম্প্রতিক হিসেবেই ঘটনাটি প্রকাশ করেছে কিংবা ঘটনার সময় উল্লেখ করতে পারেনি।

    উল্লেখ্য চার বছর আগেও (২০১৯ সালে) বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়েছিলো।

    অর্থাৎ চার বছরের পুরোনো খবর নতুন করে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।

    সুতরাং ২০১৯ সালের একটি পুরোনো খবর সাম্প্রতিক ঘটনা হিসেবে ফেসবুক ও বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।

    Tags

    Missing contextOld News
    Read Full Article
    Claim :   বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্স
    Claimed By :  Facebook and mainstream media
    Fact Check :  Misleading
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!