BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ফ্লোরিডার মিয়ামির দৃশ্য দাবিতে...
ফেক নিউজ

ফ্লোরিডার মিয়ামির দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো এআই দ্বারা তৈরি

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

By - Tausif Akbar |
Published -  30 Oct 2024 11:59 PM IST
  • ফ্লোরিডার মিয়ামির দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো এআই দ্বারা তৈরি

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে পাহাড় ও সমতল ভূমির মধ্যে পানির নালা তৈরি হয়ে প্রাকৃতিকভাবে এমন একটি দৃশ্য তৈরি হয়েছে, মনে হচ্ছে একজন ব্যক্তি মোনাজাতরত অবস্থায় রয়েছেন। দাবি করা হচ্ছে ছবিটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি বীচের ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। ইনস্টাগ্রামেও ছবিটি দেখুন এখানে। একই দাবিতে আরো বেশ কিছু ভিন্ন ভিন্ন ছবিও প্রচার করা হয়েছে। এরকম দুইটি পোস্ট দেখুন এখানে ও এখানে।

    গত ২৬ অক্টোবর ‘ফারহানা আক্তার প্রভাতী’ নামক অ্যাকাউন্ট থেকে ফেসবুকের একটি গ্রুপে ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, 'Miami Beach - Florida USA'। পোস্টটির স্ক্রিনশট দেখুন–



    একই দাবিতে ভিন্ন ভিন্ন ছবিযুক্ত দুইটি পোস্টের স্ক্রিনশটের কোলাজ দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টগুলোর দাবি সঠিক নয়। ছবিগুলো বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

    যদিও মিয়ামি সমুদ্র সৈকতের কথা বলা হয়েছে তবে ছবিগুলোতে ছোট পানির উৎস এবং মরুভূমির দৃশ্যের অনুরূপ দেখা যাচ্ছে। ইন্টারনেটে মিয়ামী সমুদ্র সৈকতের ছবির মধ্যেও এজাতীয় কোনো ছবি পাওয়া যায়নি।

    ছবিগুলো ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যায়নি। পরবর্তীতে ছবিটি পর্যবেক্ষণ করে বাস্তব ছবির সাথে সাংঘর্ষিক ও এআই ব্যবহার করে তৈরি করা ছবির কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।

    এআই ছবি সনাক্তের টুলস 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করলে টুলসটি ছবিটিগুলোকে অধিকতর সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। ফলাফলের কোলাজ দেখুন--



    পাশাপাশি এআই ছবি সনাক্তের টুলস 'সাইট ইঞ্জিন' ব্যবহার করে ছবিগুলো যাচাই করলে টুলসটি ছবিটিগুলোর দুইটিকে অধিকতর সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। তবে একটি ছবিকে এআই বলে ফলাফল দেয়নি। ফলাফলের কোলাজ দেখুন--



    তৃতীয় ছবিটিকে আরেক এআই ছবি সনাক্তের টুলস 'ইজ ইট এআই' ব্যবহার করে যাচাই করলে টুলসটি ছবিটিকে অধিকতর সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। ফলাফলের স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও বেশ কয়েকটি এআই ছবি সনাক্তের টুলস ব্যবহার করে ছবিগুলো যাচাই করলে টুলসগুলো ছবিটিগুলোকে অধিকতর সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। অন্যদিকে তিনটি ছবির মধ্যে থেকে ভিন্ন ভিন্ন টুলে কিছুক্ষেত্রে ভিন্ন ভিন্ন একটি ছবির ব্যাপারে আলাদা ফলাফলও দেখা গেছে।

    সাধারণত মূল ছবি পাওয়া না গেলে কিংবা ছবির রেজ্যুলেশন কম হলে ফলাফলে পরিবর্তন পাওয়া যায়। টুলগুলোর সনাক্তকরণ প্রক্রিয়ার ভিন্নতার কারণেও একই ছবির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন টুলে অল্পবিস্তর (সম্ভাব্যতার শতাংশ) কিংবা পুরোপুরি আলাদা ফলাফল পাওয়া যেতে পারে।

    'সাইট ইঞ্জিন' ও 'ইজ ইট এআই' টুলে দেখা গেছে ছবিগুলোকে 'Stable Diffusion' এআই মডেল ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে ফলাফল দিয়েছে। পরবর্তীতে এই মডেল ব্যবহার করে ছবি তৈরি করে এমন একটি এআই টুল এর মাধ্যমে চেষ্টা করে প্রায় সমজাতীয় ফলাফল পাওয়া গেছে। দেখুন--



    এক্ষেত্রে হুবহু একই কমান্ড (প্রম্পট) ব্যবহার করতে পারলে প্রায় হুবহু একই ছবি-ই পাওয়া যায়। অনেকক্ষেত্রে তৈরিকৃত ছবিকে আরো এক বা একাধিক ভিন্ন টুলস ব্যবহার করে আরো উন্নত ও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।

    অর্থাৎ ছবিগুলো 'Stable Diffusion' মডেলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

    সুতরাং এআই নির্মিত ছবি বাস্তব ছবি হিসেবে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

    Al Jazeera is known for comprehensive middle eastern coverage and a pro-arab perspective.

    Tags

    FloridaAIMiami
    Read Full Article
    Claim :   ফ্লোরিডার মিয়ামি বীচের ছবি
    Claimed By :  Social Media Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!