ছবিটি ২০১৭ সালের ক্যালিফোর্নিয়ার দাবানলের পরে তোলা
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৭ সালের পুরোনো দাবানলের ছবিকে সম্প্রতি লস এঞ্জেলেসের দাবানলের ছবি বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি লস এঞ্জেলেসের দাবানলের পরের অবস্থা এটি। এরকম পোস্ট দেখুন এখানে। পোস্টটির আর্কাইভ দেখুন এখানে। ইনস্টাগ্রামে ছবিটি সহ পোস্ট দেখুন এখানে।
এছাড়াও আলোচ্য ছবিটিকে লস এঞ্জেলেসের সাম্প্রতিক দাবানলের পরের দৃশ্য উল্লেখ করে নিজেদের অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি সম্প্রচার মাধ্যম 'সময় টেলিভিশন'।
গত ২৯ জানুয়ারি ‘Face The People-ফেস দ্যা পিপল’ নামক পেজ থেকে ছবিটি যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডে উল্লেখ করা হয়, “দেখে প্রাচীন কোন বিধ্বস্ত নগরী মনে হলেও মাত্র ক'দিন আগে বিশ্বের অন্যতম আধুনিক শহর লস অ্যাঞ্জেলেসের দৃশ্য এটি। দাবানলের পরে এখন ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। এটি সাম্প্রতিক লস এঞ্জেলেসের দাবানলের ছবি নয়। ছবিটি ২০১৭ সালের অক্টোবরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্যালিস্টোগা শহরের টাবসের কাছের নাপা কাউন্টিতে শুরু হওয়া দাবানলের পরের দৃশ্য।
আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ‘gazette.com’-এ গত ২৭ জানুয়ারি “FILE PHOTO: An aerial view of properties destroyed by the Tubbs Fire is seen in Santa Rosa, California” শিরোনামে আলোচ্য ছবিটি সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ছবিটি ২০১৭ সালের ১১ অক্টোবর তোলা আমেরিকার ক্যালিফোর্নিয়ার দাবানলের পরবর্তী অবস্থার চিত্র। ছবিটি সেসময়ে রয়টার্সের জন্য তুলেছিলেন স্টিফেন লাম (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির পিডিএফ ভার্সন দেখুন--
পাশাপাশি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম ‘ডয়েচে ভেলে’-তে ২০১৭ সালের ১১ অক্টোবর “Catastrophic wildfires rage in California” শিরোনামে আলোচ্য ছবি সহ প্রকাশিত আরো একটি প্রতিবেদন পাওয়া যায়।
এতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের অক্টোবরের ক্যালিফোর্নিয়ার দাবানলে নিশ্চিত মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। প্রায় ১৭০,০০০ একর (৬৯০ বর্গকিলোমিটার) আগুনে পুড়ে গেছে, সেই সাথে ৩,৫০০ টিরও বেশি বাড়িঘরও পুড়ে গেছে। এখানেও উল্লেখ করা হয়েছে যে, ছবিটি রয়টার্সের জন্য তুলেছিলেন স্টিফেন লাম (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে ২০১৭ সালের ১৩ অক্টোবরের "California wildfire aftermath from above" শিরোনামে আলোচ্য ছবিটি সহ একটি ছবি ভিত্তিক নিবন্ধ পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি ২০১৭ সালের অক্টোবরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্যালিস্টোগা শহরের টাবসের কাছের নাপা কাউন্টিতে শুরু হওয়া দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার দৃশ্য।
সুতরাং বিভিন্ন মাধ্যমে ২০১৭ সালের ক্যালিফোর্নিয়ার দাবানলের পরের ছবি সাম্প্রতিক লস এঞ্জেলেসের দাবানলের সাথে সম্পৃক্ত করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।