BOOM Bangladesh

Trending Searches

    BOOM Bangladesh

    Trending News

      • ফেক নিউজ
      • ফ্যাক্ট ফাইল
      • শরীর স্বাস্থ্য
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফেক নিউজ-icon
        ফেক নিউজ
      • ফ্যাক্ট ফাইল-icon
        ফ্যাক্ট ফাইল
      • শরীর স্বাস্থ্য-icon
        শরীর স্বাস্থ্য
      • Home
      • ফেক নিউজ
      • এই পাতাবাহার গাছটি প্রাণঘাতী নয়
      ফেক নিউজ

      এই পাতাবাহার গাছটি প্রাণঘাতী নয়

      বুম বাংলাদেশ দেখেছে, পাতাবাহার গাছটির রসের সংস্পর্শে এলে এলার্জীজনিত অসুস্থতার সম্ভাবনা থাকলেও প্রাণহানীর শঙ্কা নেই।

      By - Ummay Ammara Eva |
      Published -  21 July 2022 10:29 AM IST
    • এই পাতাবাহার গাছটি প্রাণঘাতী নয়

      সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি বহুল পরিচিত পাতাবাহার গাছের ছবি শেয়ার করে বলা হচ্ছে, 'এই গাছটির কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি, এমনকি মারাও যেতে পারেন!'। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

      গত ৩ জুলাই 'হাতের কাজ ও পুতির কাজ প্রশিক্ষণ' নামের একটি পাবলিক গ্রুপে 'Moh ON' নামের একটি আইডি থেকে একটি পাতাবাহার গাছের ছবি শেয়ার করে লেখা হয়, 'গাছটি খুব পরিচিত ।অফিস, স্কুল বা বাড়িতে শখ করে লাগানো এই পাতাবাহারটি যে আদতে কি ভয়ঙ্কর, তা আমরা ঘুণাক্ষরেও টের পাই না! এই গাছটির কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি, এমনকি মারাও যেতে পারেন! খুব সুন্দর একটি পাতাবাহার। এটাকে বাসায় রাখা তো উচিতই নয়, তার পাশাপাশি বাইরেও এই গাছ দেখলে বাচ্চাদেরকে এর কাছাকাছি যেতে দেবেন না। এর প্রভাব এতই খারাপ, যে এর যে কোনো অংশ খাওয়ার এক মিনিটের মাথায় একটি শিশুর মৃত্যু হতে পারে। প্রাপ্তবয়স্কদের মৃত্যু হতে পারে ১৫ মিনিটের মাঝে। এমনকি এই গাছ হাত দিয়ে ধরলে এবং এই হাত চোখে গেলে অন্ধত্বের সম্ভাবনা থাকে। ' স্ক্রিনশট দেখুন---


      ফ্যাক্ট চেক:

      বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, উক্ত পোস্টে দৃশ্যমান পাতাবাহার গাছটির সংস্পর্শে এসে কারো মৃত্যু হওয়ার দাবিটি সঠিক নয়। Araceae পরিবারের ও Sansevieria প্রজাতির অন্তর্ভুক্ত Dieffenbachia নামের এই পাতাবাহার গাছটি মানুষের মৃত্যু ঘটায় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে, এই গাছের পাতার রসের সংস্পর্শে এলে, তা চুলকানি বা এলার্জীজনিত অসুস্থতার কারণ হতে পারে।

      কী ওয়ার্ড সার্চ করে thegardeningcook.com নামের একটি ওয়েবসাইটে 'Dieffenbachia Poisoning – How Toxic is this Houseplant?' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই গাছটি প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশু ও পোষা প্রাণীদের জন্য কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে তবে এটি প্রাণনাশী নয়। স্ক্রিনশট দেখুন--

      প্রতিবেদনটি দেখুন এখানে

      একইভাবে সার্চ করে thehealthyhouseplant নামের আরেকটি ওয়েবসাইটে 'Is Dieffenbachia Dangerous? Is It Okay to Have In Your Home or Office?' শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে বলা হয়েছে, Dieffenbachia নামের এই পাতাবাহার গাছটির সংস্পর্শে মৃত্যু হওয়ার তথ্যটি অতিরঞ্জন মাত্র। এই প্রজাতির গাছ নিয়ে গবেষণা করা একজন ব্যক্তি ফ্যাক্ট চেকিং সংস্থা স্নোপস'কে জানিয়েছেন, এরকম কোনো ঘটনার কথা তিনি তাঁর গবেষণাকালে শোনেননি। তবে, এই গাছের পাতার রস মুখে বা চোখে প্রবেশ করলে সেটি সাময়িক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। স্ক্রিনশট দেখুন--

      প্রতিবেদনটি দেখুন এখানে

      গুগল সার্চ করে দেখা যায়, মূলত সুন্দর পাতার জন্যে জনপ্রিয় এই পাতাবাহার গাছটি নিয়ে বিভিন্নসময়ে বিভিন্নরকম ভুল তথ্য ছড়িয়েছে। তন্মধ্যে বিভ্রান্তিকর তথ্যকে খণ্ডন করে ফ্যাক্ট চেকিং প্রতিবেদন প্রকাশ করেছে Snopes. ওই প্রতিবেদনে ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিকেল সেন্টারের ফার্মাকোলোজি বিভাগের এমিরেটাস অধ্যাপক ও পিটসবার্গ পয়জন সেন্টারের সাবেক পরিচালক Ed Krenzelok এর উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই পাতাবাহার গাছের বিষক্রিয়ার ব্যাপারে তাঁর জীবনে কোনো ঘটনা শোনেননি। স্নোপসের প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--

      স্নোপসের প্রতিবেদনটি দেখুন এখানে

      এদিকে, এই পাতাবাহার গাছটির ব্যাপারে ভাইরাল তথ্যটি সম্পর্কে আরো নিশ্চিতভাবে জানার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানীর সাথে যোগাযোগ করা হয়। তিনি বুম বাংলাদেশকে জানান, "Dieffenbachia বা Dumb Cane নাম পরিচিত এই প্রজাতির কোনো পাতাবাহার গাছের সংস্পর্শেই মৃত্যু ঘটার সম্ভাবনা নেই। এটির পাতা বা কান্ডের অংশ বিশেষ গলধঃকরণ করলে সাময়িক সমস্যা হতে পারে, যেমন- কয়েকদিনের জন্য গলার স্বর বন্ধ থাকতে পারে অর্থাৎ কথা বলতে পারবে না বা বোবার মত হয়ে যেতে পারে। এজন্য এর ইংরেজি নাম Dumb's cane."

      অর্থ্যাৎ সাধারণ অসুস্থতার কারণ হওয়ার শঙ্কা থাকা একটি পাতাবাহার গাছকে মৃত্যুর কারণ হতে পারে বা প্রাণঘাতি বলে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

      Tags

      False Claim
      Read Full Article
      Claim :   অফিস, স্কুল বা বাড়িতে শখ করে লাগানো এই পাতাবাহারটি যে আদতে কি ভয়ঙ্কর, তা আমরা ঘুণাক্ষরেও টের পাই না! এই গাছটির কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি, এমনকি মারাও যেতে পারেন!
      Claimed By :  Facebook post
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!