BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ডালমেশিয়ান পেলিকান পৃথিবীর বৃহত্তম...
ফেক নিউজ

ডালমেশিয়ান পেলিকান পৃথিবীর বৃহত্তম উড়তে জানা পাখি নয়

বুম বাংলাদেশ দেখেছে, উড়তে জানা পাখিদের মধ্যে আকৃতির দিক থেকে বৃহত্তম পাখি হল এলবাট্রোস গোত্রের ওয়ান্ডারিং এলবাট্রোস।

By - Ummay Ammara Eva |
Published -  10 April 2024 3:54 PM IST
  • ডালমেশিয়ান পেলিকান পৃথিবীর বৃহত্তম উড়তে জানা পাখি নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ডালমেশিয়ান পেলিকান পৃথিবীতে উড়তে জানা বৃহত্তম পাখি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ১০ মার্চ 'বিজ্ঞানবলয় - Bigganboloy' নামের একটি ফেসবুক গ্রুপে 'Taijina Megha Megh' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "পৃথিবীর সবচেয়ে বড় উড়ন্ত পাখি!! ডালমিসিয়ান পেলিকান পাখি জা পৃথিবীর সবচেয়ে বড় উড়ন্ত পাখিদের মধ্য অন্যতম।এর বৈজ্ঞানিক নাম Pelecanus crispus।১১ ফুট লম্বা ডানার এই পাখিগুলো সবচেয়ে উঁচুতে উড়তে পারে। এরা প্রায় ১০ হাজার ফুট ওপরে উড়তে পারে। উচ্চতায় এরা ৫-৬ ফুট লম্বা। দেহের ওজন হতে পারে ৭-১৫ কেজি। এদের ক্ষুধাও অন্যান্য পাখিদের তুলনায় বেশি। প্রতিদিন প্রায় ১ কেজি ৮০০ গ্রাম মাছ খায় একটি ডালমেশিয়ান পাখি।এদের আরও একটি ক্ষমতাও আছে কিন্তু।এরা অনেক সময় পর্যন্ত পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। উড়তে জানা পাখিদের মধ্যে ডানার বিশালতার ভিত্তিতে বৃহত্তম পাখি ওয়ান্ডারিং এলবাট্রোস। আর ওজনের ভিত্তিতে সবচেয়ে বড় পাখি হল কোরি বাস্টার্ড এবং সবচেয়ে উঁচুতে উড়তে পারে এমন পাখিদের মধ্যে শীর্ষে আছে রাপেল'স গ্রিফন ভালচার।

    কি-ওয়ার্ড সার্চ করে বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্সে ২০২০ সালের ২৫ জুলাই "Albatrosses: Facts about the biggest flying birds" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, এলবাট্রোস গোত্রের পাখি আকৃতির দিক থেকে বিশ্বের বৃহত্তম। এই এলবাট্রোস গোত্রে বিদ্যমান ২৩ প্রজাতির পাখির মধ্যে ডানার বিশালতার ভিত্তিতে ওয়ান্ডারিং এলবাট্রোস (Diomedea exulans) হল পৃথিবীর বৃহত্তম পাখি। ওয়ান্ডারিং এলবাট্রোসের ডানার আকৃতি প্রায় ১১ ফুট হতে পারে। পাখিটি টানা কয়েক মাস একবারও মাটিতে না নেমে আকাশেই কাটিয়ে দিতে পারে। স্ক্রিনশট দেখুন--



    লাইভ সায়েন্সের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে বিশ্বকোষ ব্রিটানিকার ওয়েবসাইটে "Animals and Nature" বিভাগে গত ২৯ মার্চ সর্বশেষ হালনাগাদ করা "albatross bird" শিরোনামে একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। নিবন্ধটিতে বলা হয়, এ পর্যন্ত টিকে থাকা পাখিদের মধ্যে ডানার বিশালতার ভিত্তিতে ওয়ান্ডারিং এলবাট্রোস হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাখি। পাখিটির আকৃতি প্রায় ৩৪০ সেন্টিমিটার বা ১১ ফুট হয়ে থাকে। এন্টার্কটিকা সার্কেল এবং আটলান্টিকের দক্ষিণের কিছু দ্বীপে এই পাখির দেখা পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



    আরো সার্চ করে পাখিবিষয়ক ওয়েবসাইট বার্ডফ্যাক্টে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর "Exploring the World's Largest Birds: A Size Comparison" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধে বলা হয়, ডানার বিশালতার ভিত্তিতে ওয়ান্ডারিং এলবাট্রোস এবং ওজনের ভিত্তিতে গ্রেট কোরি বাস্টার্ড হল বিশ্বের বৃহত্তম পাখি। স্ক্রিনশট দেখুন--



    এছাড়া পাখিবিষয়ক ওয়েবসাইট ফ্যাক্ট এনিম্যাল, বার্ড স্পট এবং বার্ডজিলায় প্রকাশিত নিবন্ধ থেকেও জানা যায়, ওয়ান্ডারিং এলবাট্রোস ডানার বিশালতার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম পাখি।

    পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে বন্যপ্রাণী বিষয়ক ম্যাগাজিনের ওয়েবসাইট ডিসকভার ওয়াইল্ডলাইফে ২০২৩ সালের ২৪ জানুয়ারি "What is the world's heaviest flying bird?" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, উড়তে জানা পাখিদের মধ্যে গড় ওজনের ভিত্তিতে কোরি বাস্টার্ড সবচেয়ে বড় পাখি। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে গ্রেট বাস্টার্ড, মিউট সোয়ান ও আন্দিয়ান কনডর। স্ক্রিনশট দেখুন--



    এদিকে, আরো কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন জিওগ্রাফি রিসোর্স ওয়ার্ল্ড এটলাসের ওয়েবসাইটে ২০১৭ সালের ২৫ এপ্রিল "Highest Flying Birds" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধে ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উঁচুতে উড়তে পারা দশটি পাখির তালিকা করা হয়। তালিকায় প্রথম অবস্থানে আছে রাপেলস গ্রিফন ভালচার। স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ ডালমেশিয়ান পেলিকান উড়তে পারা পাখিদের মধ্যে কোনো ক্যাটাগরিতেই পৃথিবীর বৃহত্তম নয়। ডানার বিশালতার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম পাখি ওয়ান্ডারিং এলবাট্রোস। আর ওজনের ভিত্তিতে কোরি বাস্টার্ড এবং সর্বোচ্চ উঁচুতে উড়তে পারা পাখিদের মধ্যে শীর্ষে আছে রাপেলস গ্রিফন ভালচার।

    সুতরাং ডালমেশিয়ান পেলিকানকে পৃথিবীর বৃহত্তম পাখি দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    False Claim
    Read Full Article
    Claim :   পৃথিবীর বৃহত্তম উড়তে জানা পাখি ডালমেশিয়ান পেলিকান।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!