BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের...
ফেক নিউজ

মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রোনালদোর হোটেল উন্মুক্ত করা হয়নি

বুম বাংলাদেশ দেখেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মরক্কোতে রোনালদোর মালিকানাধীন হোটেল উন্মুক্ত করার দাবিটি ভিত্তিহীন।

By - Ummay Ammara Eva |
Published -  12 Sept 2023 3:41 PM IST
  • মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রোনালদোর হোটেল উন্মুক্ত করা হয়নি

    সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে পোস্ট করে বলা হচ্ছে, মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য নিজের মালিকানাধীন আবাসিক হোটেল উন্মুক্ত ঘোষণা করেছেন, পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।

    গতকাল ১১ সেপ্টেম্বর দৈনিক পত্রিকা প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদ পোস্ট করে লেখা হয়, "ভয়াবহ ভূমিকম্পে মরক্কো যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও মরক্কোর স্থানীয় সাংবাদিকের সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সম্প্রতি মরক্কোয় ঘটা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দেশটিতে রোনালদো তাঁর মালিকানাধীন আবাসিক হোটেল উন্মুক্ত ঘোষণা করেননি। মরক্কোর মারাক্কেশ শহরে অবস্থিত রোনালদোর মালিকানাধীন 'পেস্তানা সিআরসেভেন হোটেল' নামের ওই হোটেলের রিজারর্ভেশন কার্যক্রম এখনো আগের মতই চলমান রয়েছে।

    কি-ওয়ার্ড সার্চ করে ফরাসি গণমাধ্যম 'liberation' পত্রিকার অনলাইন ভার্সনের ফ্যাক্ট চেক বিভাগ 'চেকনিউজ' অংশে "Séisme au Maroc : non, Cristiano Ronaldo n’a pas transformé son hôtel de Marrakech en refuge অর্থাৎ মরক্কো ভূমিকম্প: না, ক্রিশ্চিয়ানো রোনালদো মারাক্কেশে তাঁর হোটেলকে আশ্রয়ে রূপান্তরিত করেননি (স্বয়ংক্রিয় অনুবাদ) শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, রোনালদোর মালিকানাধীন হোটেলটি ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়স্থল হিসেবে ঘোষণা দেওয়া হয়নি। পত্রিকাটির চেক নিউজ বিভাগের পক্ষ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মালিকানাধীন হোটেল পেস্তানা সিআরসেভেনে যোগাযোগ করা হলে হোটেলটির পক্ষ থেকে দাবিটি সঠিক নয় বলে নিশ্চিত করা হয়। হোটেলটির পক্ষ থেকে বরং জানানো হয়েছে, রোনালদো এখনো এরকম কোনো ঘোষণা দেননি এবং হোটেলটির রিজার্ভেশনের নিয়ম আগের মতই আছে। স্ক্রিনশট দেখুন--


    আরো সার্চ করে মরোক্কার সাংবাদিক এবং দেশটির ক্রিড়া বিষয়ক সাংবাদিক ইউনিয়নের নেতা Izem Anass এর টুইটার একাউন্টে একটি টুইট খুঁজে পাওয়া যায়। ওই টুইটার পোস্টে স্প্যানিশ গণমাধ্যম মার্কাতে প্রচারিত একটি সংবাদের স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখন, মার্কার প্রচারিত এই সংবাদটি মিথ্যা। তিনি নিজেই ওই হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দাবিটি অসত্য বলে নিশ্চিত হয়েছেন। তাঁর টুইটার পোস্টটি দেখুন--

    🚨𝗙𝗔𝗞𝗘 𝗡𝗘𝗪𝗦

    L’info qui circule comme quoi Cristiano Ronaldo aurait mis à disposition son Hôtel Pestana CR7 à Marrakech pour abriter les personnes touchées par le tremblement de terre au Maroc et totalement faux !

    J’ai contacter moi même l’hôtel il m’ont confirmé que… pic.twitter.com/nrffdz70So

    — Izem Anass (@Izemanass) September 9, 2023

    এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যম টাইম নিউজ ও এসেনশালি স্পোর্টসও তাদের ওয়েবসাইটে ক্রিশ্চিয়ানো রোনালদোর নিজ মালিকানাধীন মরক্কোয় অবস্থিত হোটেল 'হোটেল পেস্তানা সিআরসেভেন'-কে সেদেশের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উন্মুক্ত ঘোষণা করার দাবিটি সঠিক নয় জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

    এদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদো মরক্কোতে তাঁর মালিকানাধীন হোটেল দেশটির ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ফ্যাক্ট চেক সংস্থা স্নুপস ও মিসবার যাচাই করে তথ্যটি সত্য নয় বলে জানিয়েছে।

    অর্থাৎ মরক্কোর ভূমিকম্পের ঘটনায় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দেশটিতে তাঁর মালিকানাধীন আবাসিক হোটেলকে ক্ষতিগ্রস্তদের জন্য উন্মুক্ত করে দেননি।

    সুতরাং রোনালদো মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য নিজ মালিকানাধীন হোটেল উন্মুক্ত ঘোষণা করার ভুয়া দাবি প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

    Tags

    False Claim
    Read Full Article
    Claim :   মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে নিজের অভিজাত হোটেল খুলে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো!
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!