এনসিপি নেত্রী শামান্তার বাড়ি থেকে ২৬ কোটি টাকা উদ্ধারের দাবিটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালের একটি সংবাদের ভিডিওকে শামান্তা শারমিনের সাথে সম্পৃক্ত দাবি করে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, এনসিপি নেত্রী সামান্তা শারমিনের বাসা থেকে ২৬ কোটি ৫৫ লক্ষ ৬০০ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১১ আগস্ট 'Mission Impossible' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "এনসিপি নেত্রী সামান্তা শারমিনের বাসা থেকে ২৬ কোটি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার, ভাগে কম পড়ায় ধরিয়ে দিলো সহকর্মীরা"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ভিডিওটি ২০২০ সালে আওয়ামী লীগের এক নেতার বাসা থেকে টাকা উদ্ধারের ঘটনার।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে "আওয়ামী লীগ নেতা এনু-রুপনের বাসায় টাকার পাহাড়" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
পরবর্তীতে বাংলাভিশনের ফেসবুক পেজেও আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "আওয়ামী লীগ নেতা এনু-রুপনের বাসায় টাকার খনি, নগদ সাড়ে ২৬ কোটি ও পাঁচ কোটি টাকার এফডিআর, বিপুল বিদেশী মুদ্রা আর স্বর্ণ জব্দ.."। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন ভার্সনে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি "এনু-রুপনের সিন্দুকে মিলল সাড়ে ২৬ কোটি টাকা ও ১ কেজি সোনা" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার আরেক বাড়িতে অভিযান চালিয়েছে ব্যাব। বাড়ির পাঁচটি সিন্দুকে থরে থরে সাজানো নগদ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা পেয়েছে র্যাব। এ ছাড়া ওই বাসা থেকে সোয়া পাঁচ কোটি টাকার এফডিআর, এক কেজি সোনার গহনা, ৯ হাজার ২০০ ইউএস ডলার, ১৭৪ মালয়েশিয়ান রিংগিত, ৩৫০ ভারতীয় রুপি, ১ হাজার ৫৯৫ চায়নিজ ইয়েন, ১১ হাজার ৫৬০ থাই বাথ ও ১০০ দিরহাম জব্দ করেছে র্যা ব। অভিযান শেষে মঙ্গলবার র্যা ব ৩–এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, জাগো নিউজ, ডিবিসি নিউজ এবং ডেইলি স্টারের অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২০ সালে গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৭ কোটি টাকা ও অন্যান্য সম্পত্তি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। আলোচ্য ভিডিওটি সেসময়ে ধারণ করা হয়।
সুতরাং আওয়ামী লীগ নেতার বাসা থেকে টাকা উদ্ধারের পুরোনো ভিডিও শেয়ার করে এনসিপি নেত্রী শামান্তা শারমিনের বাড়ি থেকে টাকা উদ্ধারের বলে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।