BOOM Bangladesh

Trending Searches

    BOOM Bangladesh

    Trending News

      • ফেক নিউজ
      • ফ্যাক্ট ফাইল
      • শরীর স্বাস্থ্য
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফেক নিউজ-icon
        ফেক নিউজ
      • ফ্যাক্ট ফাইল-icon
        ফ্যাক্ট ফাইল
      • শরীর স্বাস্থ্য-icon
        শরীর স্বাস্থ্য
      • Home
      • ফেক নিউজ
      • জাপানে গার্ড অব অনার গ্রহণকালে...
      ফেক নিউজ

      জাপানে গার্ড অব অনার গ্রহণকালে প্রধানমন্ত্রীর নড না করার দাবিটি ভুয়া

      বুম বাংলাদেশ দেখেছে, জাপানের প্রদত্ত গার্ড অব অনার গ্রহণকালের ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নড করতে দেখা গেছে।

      By - Ummay Ammara Eva |
      Published -  12 May 2023 2:14 PM IST
    • জাপানে গার্ড অব অনার গ্রহণকালে প্রধানমন্ত্রীর নড না করার দাবিটি ভুয়া

      সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে বাংলাদেশ ও জাপানের পতাকা নিয়ে যখন গার্ড অব অনার জানানো হচ্ছিল, তখন জাপানি প্রধানমন্ত্রী নড করে অভিবাদন গ্রহণ করলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী নড না করে দাঁড়িয়ে ছিলেন। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।

      গত ২৭ এপ্রিল 'Sayedul Islam Montu' নামে একটি আইডি থেকে এমন একটি ছবি পোস্ট করে লেখা হয়, "জাপানীরা এই বিশ্বে সব চাইতে ভদ্র ও শিষ্টাচারী মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত। জাপানীদের ভদ্রতা ও শিষ্টাচারীতার জন্য বিশ্বের প্রতিটি দেশ তাদেরকে শ্রদ্ধার চোখে দেখে। জাপানি রীতি অনুযায়ী এভাবে “নড” করা এক ধরনের শিষ্টতা। আপনি যে দেশেরই নাগরিক-রাষ্ট্র বা সরকার প্রধান হোন না কেনো জাপানীরা আশা করে তাদের দেশে অভিবাদনের উত্তর আপনিও একই ভাবে অভিবাদন প্রদান করবেন। আর বিশেষ করে বাংলাদেশ ও জাপানের পতাকা বহনকারী গার্ডদের যখন জাপানি প্রধানমন্ত্রী নড করে অভিবাদন জানাচ্ছেন তখন বাংলাদেশে অবৈধ ভাবে ক্ষমতাসীন সরকারের প্রাইম মনস্টার, ইবলিশের ফিমেল ভার্সন, প্যাথলজিকাল লায়ার কেবল সোজা হয়ে দাঁড়িয়ে ছিলো। জাপানীরা কিন্তু এধরনের রেসপন্স একদমই পছন্দ করেনা। বিশ্বের শ্রেষ্ঠতম শিষ্টাচারী জাতি হিসেবে জাপানীরা যদিও মুখে কিছুই বলবে না, কিন্তু এই অবমাননার কথা তারা ভুলবেও না।" স্ক্রিনশট দেখুন--

      অর্থ্যাৎ আলোচ্য পোস্টে দাবি করা হচ্ছে, জাপান কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়ার সময় জাপানি রীতি অনুযায়ী কিঞ্চিৎ মাথা নুইয়ে অভিবাদন গ্রহণ করেননি প্রধানমন্ত্রী।

      ফ্যাক্ট চেক:

      বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জাপান প্রদত্ত গার্ড অব অনার গ্রহণকালে ধারণকৃত ভিডিওতে প্রধানমন্ত্রীকে নড করে অর্থাৎ মাথা নুইয়ে সম্মান গ্রহণ করতে দেখা গেছে।

      কি-ওয়ার্ড সার্চ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে গত ২৭ এপ্রিল 'জননেত্রী শেখ হাসিনাকে জাপান সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান' শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ৮ থেকে ১১ সেকেন্ডের মধ্যে আলোচ্য পোস্টের ছবির শটটির ভিডিওদৃশ্য খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তারপরেই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে গার্ড অব অনার দানকারী গার্ডদের সামনে গিয়ে মাথা মাথা নুইয়ে সম্মান গ্রহণ করতে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--

      আরো সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরে গত ২৬ এপ্রিল 'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে গার্ড অব অনার দেয়া হলো' শিরোনামে প্রকাশিত প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানের একটি সম্পূর্ণ ভিডিও প্রতিবেদনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানের গার্ড অব অনার প্রদানকারী গার্ডদের মাথা নুইয়ে সম্মান গ্রহণ করতে দেখা যায়। ভিডিওটি ইউটিউবে দেখুন এখানে। সম্মান প্রদর্শনের দৃশ্যের স্ক্রিনশট দেখুন--

      এছাড়াও, সময় টিভি 'ঐতিহাসিক সম্পর্ক শেখ হাসিনার সফরে উন্নীত হলো কৌশলগত অংশীদারিত্বে' শিরোনামে এবং এখন টিভি 'জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার' শিরোনামে তাদের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করে। ওই ভিডিও প্রতিবেদনগুলোতেও দেখা যায় একই দৃশ্য। প্রতিটা ভিডিওতেও গার্ড অব অনার প্রদানকারী গার্ডদের সামনে গিয়ে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে জাপানের প্রধানমন্ত্রীকে মাথা নুইয়ে সম্মান গ্রহণ করতে দেখা যায়। এমনকি, ভিডিওগুলো পর্যবেক্ষণ করে শেখ হাসিনাকে অন্য কর্মকর্তাদেরকেও মাথা নুইয়ে সম্মান প্রদর্শন করতে দেখা গেছে।

      অর্থ্যাৎ, জাপান ভ্রমণে গিয়ে জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদানের অনুষ্ঠান চলাকালে গার্ড অব অনার প্রদানকারী দলকে প্রধানমন্ত্রীর মাথা নুইয়ে সম্মান গ্রহণ না করার ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

      Tags

      False Claim
      Read Full Article
      Claim :   বাংলাদেশ ও জাপানের পতাকা বহনকারী গার্ডদের যখন জাপানি প্রধানমন্ত্রী নড করে অভিবাদন জানাচ্ছেন তখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার কেবল সোজা হয়ে দাঁড়িয়ে ছিলো।
      Claimed By :  Facebook post
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!