জমি নিয়ে বিএনপি নেতা নিহতের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, কিশোরগঞ্জে বিএনপি নেতা কামাল উদ্দিন সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে নিহত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, কিশোরগঞ্জ-২ আসনের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার মো. কামাল উদ্দিনকে জামায়াতের সন্ত্রাসীরা আক্রমণ করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৩০ জানুয়ারি ‘Saimum Parvez’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “জামায়াতের সন্ত্রাসীদের সঠিক বিচার দাবি করছি। “কিশোরগঞ্জ ২ আসনে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার মোঃ কামাল উদ্দিনকে জামায়াতের সন্ত্রাসীরা আজ সন্ধ্যায় আক্রমণ করে, কিছুক্ষণ আগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। হত্যাকারী মোহাম্মদ সাদ্দাম হোসেন, আচমিনা ইউনিয়ন জামায়াতের সদস্য। এই হত্যাকান্ডের সুবিচার নিশ্চিত করতে আওয়াজ তুলুন।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার মোঃ কামাল উদ্দিনকে জামায়াতের নেতারা আক্রমণ করে হত্যা করেনি বরং তিনি ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
আলোচ্য দাবির প্রেক্ষিতে কি ওয়ার্ড সার্চ করে কিশোরগঞ্জের ইউনিয়ন বিএনপি নেতা মো. কামাল উদ্দিনকে জামায়াত ইসলামীর কোনো নেতাকর্মী হামলা বা আক্রমণ করেছে- এমন কোনো নির্ভরযোগ্য তথ্য কিংবা প্রতিবেদন কোথাও খুঁজে পাওয়া যায়নি।
তবে, কি ওয়ার্ড সার্চ করে “ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে বিএনপি নেতার মৃত্যু” শিরোনামে ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ৩০ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মাহমুদুর রহমান কামাল (৫৫) ওরফে কামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য। এ ঘটনায় তার ছেলে কাকনও (১৮) গুরুতর আহত হয়েছে। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে “কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে সাবেক বিএনপি নেতা খুন” শিরোনামে সম্প্রচারমাধ্যম ‘ডিবিসি’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ৩০ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কামালের সঙ্গে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে সংঘর্ষ হলে কামালের মাথার এক পাশে ও তার ছেলে কাকনের হাতে টেঁটাবিদ্ধ হয়ে মারাত্মক জখম হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য দাবিটি সঠিক নয়। বরং জামায়াত নেতাকর্মীদের হামলায় নয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের সঙ্গে বিএনপি নেতা কামাল উদ্দিনের সংঘর্ষে তিনি মারা যান।
সুতরাং জমি বিরোধের ঘটনায় নিহত কামাল উদ্দিন জামায়াতের হামলায় নিহত হয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




