BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • এটি মাটি খুঁড়তে গিয়ে পাওয়া নবীজীর...
ফেক নিউজ

এটি মাটি খুঁড়তে গিয়ে পাওয়া নবীজীর সাহাবীর মাথার ভিডিও নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি হযরত হোসেন (রা.) এর স্মরণে শিয়াদের বানানো তাঁর মাথার প্রতিকৃতির।

By - Ummay Ammara Eva |
Published -  28 Feb 2023 2:47 PM IST
  • এটি মাটি খুঁড়তে গিয়ে পাওয়া নবীজীর সাহাবীর মাথার ভিডিও নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকে দৃশ্যত রক্তাক্ত একটি মাথার ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) এর একজন সাহাবীর। এরকম একটি পোস্ট দেখুন এখানে ও এখানে।

    গত ৪ ফেব্রুয়ারি 'হাফেজ ক্বারী জিল্লুর রহমান' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি রিলস ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে লেখা রয়েছে, "আলহামদুলিল্লাহ নবীজীর সাহাবীর দেখা পেলাম মাটির করতে গিয়ে পাওয়া। সৌদি আরব। খালিদ বিন ওয়ালিদ।"। স্ক্রিনশট দেখুন--


    অর্থ্যাৎ, পোস্টটিতে দাবি করা হচ্ছে ভিডিওটি হযরত মুহম্মদ (সা.)-এর একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদের। আবার আরেকটি পোস্টে দাবি করা হয়েছে, এটি আরেকজন সাহাবী হযরত যুহায়ের বিন কায়েসের মৃতদেহের ভিডিও। ওই পোস্টে বলা হয়, "সৌদি আরবে মেশিন দিয়ে সংস্কার কাজ চলাকালে সাড়ে চৌদ্দশত বছর আগে কবর দেয়া হযরত যুহায়ের বিন কায়েস (রা:) এর মাথা মোবারক অসাবধানতাবশত কবর থেকে উঠে আসে মেশিনের আঘাতে সেই মাথা মোবারক থেকে তাজা রক্ত ঝরতে দেখা যায় আল্লাহ আমাদের ক্ষমা করুন আমরাও যেন এই সকল ব্যক্তিদের ন্যায় পূন্যবান হতে পারি আমীন।" স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের দাবিটি সঠিক নয়। এটি মাটি খুঁড়তে গিয়ে পাওয়া নবীজীর কোন সাহাবীর মাথার ভিডিও নয়। বরং ভিডিওটি নবী হযরত মুহম্মদ (সা.) এর দৌহিত্র এবং শিয়া মুসলিমদের ইমাম হযরত হোসেন (রা.) এর মাথার প্রতিকৃতির। যা ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মরণে শিয়াদের শোক ও মাতমের সময়ে ধারণ করা হয়।

    ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ এবং কি-ওয়ার্ড সার্চ করে 'KASKUS' নামের ইন্দোনেশিয়াভিত্তিক একটি ওয়েবসাইটে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা '(Taqiyah on off) Knowing shia from A to Z is really surprising' শিরোনামের একটি নিবন্ধে আলোচ্য ভিডিওটি 'Syiah Ritual paganisme'(শিয়া রীতিতে পৌত্তলিকতা) শিরোনামে খুঁজে পাওয়া যায়। শিয়া মুসলিমদের সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে মোট ১৭৩ টি ভিডিও যুক্ত করে ওই নিবন্ধটি রচিত হয়েছে। ওই নিবন্ধে সংশ্লিষ্ট ভিডিওটির স্ক্রিনশট দেখুন--


    উক্ত নিবন্ধে ১ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ইউটিউব ভিডিওটি যুক্ত করা হয়। ইউটিউব ভিডিওটিতে গিয়ে দেখা যায়, আলোচ্য ফেসবুক ভিডিওটিরই একটি দীর্ঘ ভার্সন এটি। 'Mujadied Chanel' নামের ওই ইউটিউব চ্যানেলে 'Shia Ritual Paganism' (শিয়া রীতিতে পৌত্তলিকতা) শিরোনামের ওই ভিডিওটি ২০০৯ সালের ১২ মার্চ পোস্ট করা হয়। ভিডিওটি দেখুন--

    আরও অনুসন্ধান করে ২০২১ সালের ২৫ জুন ebnhussein.com নামের একটি ওয়েবসাইটে 'SHIA SAINT STATUES – PAGANISM IN THE NAME OF THE AHLUL-BAYT' শিরোনামে আরেকটি নিবন্ধে আলোচ্য ভিডিওটিরই একটি ছবি পাওয়া যায়। ওই নিবন্ধে শিয়া মুসলিমদের কাছে পবিত্র ও সম্মানিত বলে পরিচিত ব্যক্তিদের প্রতিকৃতির বিভিন্ন দিক থেকে ধারণ করা ছবি যুক্ত করা হয়েছে। সেখানে আলোচ্য ভিডিওটির মুখের আদলে কিছু ছবি খুঁজে পাওয়া যায়। ওই ছবিগুলোর একটির উপরে লেখা থাকতে দেখা যায়, 'ইরাকের শিয়া মতাবলম্বীরা হোসেন (রা.) এর হস্তনির্মিত প্রতিকৃতির কাছে দয়া প্রার্থনা করছেন।(অনূদিত)'। ওই ছবিগুলোর সাথে আলোচ্য ভিডিওটির মিল থেকে বোঝা যায়, ভিডিওটি একই প্রতিকৃতির বা ব্যক্তির। এছাড়াও, একইরকম দেখতে আরো কিছু ছবি যুক্ত করা হয়েছে ওই নিবন্ধটিতে। ছবিগুলোর স্ক্রিনশট দেখুন--






    এছাড়া ২০০৯ সালের ২১ নভেম্বর প্রকাশিত The blood of Halal Shiites শিরোনামের একটি নিবন্ধেও আলোচ্য ভিডিওর আদলে ছবি খুঁজে পাওয়া যায়।

    সুতরাং শিয়া মুসলিমদের বানানো ইমাম হোসেনের প্রতিকৃতির ভিডিওকে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া নবীজীর সাহাবীর লাশের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    False Claim
    Read Full Article
    Claim :   আলহামদুলিল্লাহ নবীজীর সাহাবী দেখার সুযোগ পেলাম।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!