BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • শেখ হাসিনার পুরোনো বক্তব্যের...
ফেক নিউজ

শেখ হাসিনার পুরোনো বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, শেখ হাসিনার ২০২0 সালে দেওয়া সরাসরি বক্তব্যের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva |
Published -  28 Oct 2025 3:14 PM IST
  • শেখ হাসিনার পুরোনো বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি (লাইভ) বক্তব্য প্রদানের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি সমর্থকদের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য প্রদান করেন শেখ হাসিনা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ২৬ অক্টোবর 'Sheikhh Hasina' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "সরাসরি ভাষণ দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা || Latest News || �| LIVE �"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২০ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ভাষণের ভিডিওকে সাম্প্রতিক বলে দাবি করে প্রচার করা হচ্ছে।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২০ সালের ১৭ মার্চ বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল আইয়ের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের ভিতরে এবং বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে জানাই মুজিববর্ষের শুভেচ্ছা। একইসঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ববাসীকে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। তবে বছরব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আমরা মুজিববর্ষ উদযাপন করবো।" প্রচারিত ভাষণের ভিডিওতে আলোচ্য ভিডিওর মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি সম্প্রচারিত বক্তব্য দিতে দেখা যায়। তবে, উক্ত ভিডিওতে দেওয়া শেখ হাসিনার বক্তব্যের সাথে আলোচ্য ভিডিওর বক্তব্যের মিল নেই। আলোচ্য ভিডিওটির সাথে ভিন্ন ভয়েস ওভার যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে। ইউটিউব ভিডিওটি দেখুন--



    পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে বিবিসি বাংলার ওয়েবসাইটে ২০২০ সালের ১৭ মার্চ "মুজিব জন্মশতবার্ষিকী: শেখ মুজিবের শততম জন্মদিন আজ, বাংলাদেশে আজ থেকে মুজিববর্ষ" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী আজ। এ উপলক্ষে আজ থেকে ২০২১ সালের ১৯ই মার্চ পর্যন্ত 'মুজিব বর্ষ' ঘোষণা করেছে সরকার। সোমবার এক সংবাদ সম্মেলনে মুজিববর্ষের পরিবর্তিত কর্মসূচীতে জানানো হয়, মঙ্গলবার সীমিত আয়োজনের মধ্যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কবিতা পাঠ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া লাল ও সবুজ রঙের আলোকসজ্জা, আতশবাজি আর আলোচনার মধ্য দিয়ে মুজিববর্ষ উদ্বোধন করা হবে। পরে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের রেকর্ড করা ভাষণও এদিনে প্রচার করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে রাত আটটায় আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে "মুক্তির মহানায়ক" শিরোনামে অনুষ্ঠানের উদ্বোধন হবে। এরপর টেলিভিশনে রেকর্ড করা সব অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।" স্ক্রিনশট দেখুন--



    তবে আলোচ্য ভিডিওটি ও এতে দেয়া তার বক্তব্য পর্যবেক্ষণ করে দেখা যায়, ২০২০ সালে দেয়া শেখ হাসিনার বক্তব্যের সাথে আলোচ্য ভিডিওটির মিল থাকলেও তাতে দেয়া বক্তব্যের মিল নেই। বক্তব্যের সাথে ভিডিওর বাচনভঙ্গি ও ঠোঁটের নড়াচড়ার মিল নেই। বক্তব্যে সেনা কর্মকর্তাদের সম্প্রতি বিচারের মুখোমুখি করা সহ বিভিন্ন সাম্প্রতিক ইস্যুতে কথা বলেছেন। তাই এর বিষয়বস্তু থেকে বোঝা যায়, সেসময়ের ভিডিওটি এডিট করে দিল্লিতে আশ্রয় নেয়া শেখ হাসিনার সাম্প্রতিক কোনো বক্তব্যের অডিও যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

    অর্থাৎ ২০২০ সালের মার্চ মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার পিতা শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরাসরি বক্তব্য প্রদানের সময়ের একটি ভিডিওতে সম্প্রতি দেয়া তার কোনো বক্তব্যের অডিও যুক্ত করে আলোচ্য ভিডিওটি বানানো হয়েছে এবং এটিকে শেখ হাসিনার সম্প্রতি দেয়া লাইভ ভিডিও বলে প্রচার করা হচ্ছে।

    সুতরাং ২০২০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি বক্তব্য প্রদানের ভিডিওকে এডিট করে এতে হাসিনার ভিন্ন অডিও যুক্ত করে তা বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।

    Tags

    Sheikh HasinaOld Video
    Read Full Article
    Claim :   সরাসরি ভাষণ দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!