শেখ হাসিনার পুরোনো বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, শেখ হাসিনার ২০২৩ সালে দেওয়া সরাসরি বক্তব্যের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি (লাইভ) বক্তব্য প্রদানের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি সমর্থকদের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য প্রদান করেন শেখ হাসিনা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৫ অক্টোবর 'বাংলাদেশ আওয়ামী লীগ' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "Live: এই মুহূর্তে লাইভে আছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, সবাই পেজে ফলো দিয়ে সংযুক্ত থাকুন।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২৩ সালের ৬ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক বলে দাবি করে প্রচার করা হচ্ছে।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের ৬ জানুয়ারি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ইউটিউব চ্যানেলে "জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ভাষণ" শিরোনামে প্রচারিত একটি ভিডিওতে আলোচ্য ভিডিওর মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি সম্প্রচারিত বক্তব্য দিতে দেখা যায়। তবে,উক্ত ভিডিওতে দেওয়া শেখ হাসিনার বক্তব্যের সাথে আলোচ্য ভিডিওর বক্তব্যের মিল নেই। আলোচ্য ভিডিওটির সাথে ভিন্ন ভয়েস ওভার যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে। ইউটিউব ভিডিওটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে বার্তা সংস্থান বাসসের ওয়েবসাইটে ২০২৩ সালের ৬ জানুয়ারি "আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন। তাঁর এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২৩ সালের জানুয়ারি মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি বক্তব্য প্রদানের সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি বক্তব্য প্রদানের ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




