
হাসানুল হক ইনুর মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে
সূত্রবিহীন তথ্যকে 'ব্রেকিং নিউজ' আকারে ছড়ানো হচ্ছে ফেসবুকের বিভিন্ন পেইজ ও গ্রুপ থেকে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মর্মে খবর ঘুরে ফেসবুকে ছড়িয়েছে। এমন কয়েকটি ফেসবুক পোস্টের দেখুন এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্ট চেক:
১৯ জুনের ভাইরাল একাধিক ফেসবুক পোস্টে 'ব্রেকিং নিউজ' আকারে খবরটি প্রচার করা হলেও কোথা থেকে এমন খবর পাওয়া গেছে তার কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
হাসানুল হক ইনুর পরিবার, ঘনিষ্ঠজন বা দলের কোনো সূত্র থেকে এমন তথ্য জানানো হলে তা মূলধারার সংবাদমাধ্যমেই খবর হিসেবে প্রকাশিত হওয়াটাই স্বাভাবিক ছিলো।
এর আগে গত ১৫ জুন ফেসবুকে খবর ছড়ায় ইনু করোনা আক্রান্ত। কিন্তু তার দল জাসদ বিবৃতি দিয়ে জানায় এমন তথ্য সঠিক নয়।
ইনু করোনা বা কোনো রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন এমন কোনো তথ্যও মূলধারার কোনো সংবাদমাধমে প্রকাশিত হয়নি, বা তার ঘনিষ্ঠজনেরা দাবি করেননি।
স্ক্রিনশট
অর্থাৎ, ইনুর মৃত্যুর খবরটি একটি গুজব।
Claim : হাসানুল হক ইনু সাহেব ইন্তেকাল করেছেন
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story