রুমিন ফারহানার বক্তব্যের খণ্ডিত অংশ বিভ্রান্তিকর দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, বক্তব্যটি রুমিন ফারহানার নিজের নয় বরং তিনি টকশোতে অংশ নেয়া অন্য আলোচকের বক্তব্যকে উদ্ধৃত করছিলেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতির খসড়া ফাঁস করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। ভিডিওটিতে বিএনপি দলীয় হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ২৬ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে বিএনপির আমলে লুট করা হয়েছে, বিএনপির এক্টিং চেয়ারম্যান তারেক রহমান সেই লুট করেছেন। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩১ জুলাই 'সেই রাজাকার এই রাজাকার' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "মুখ ফসকে তারেক রহমানের দূর্নীতির খসড়া ফাঁস করলেন রুমিন ফারহানা। ২৬ হাজার কোটি টাকা বিদ্যুত খাত থেকে বিএনপির আমলে লুট করা হয়েছে, এক তারেক রহমান বিএনপির এক্টিং চেয়ারম্যান সেই লুট করেছেন।" একই সাথে ভিডিওটিতে সময় টেলিভিশনের লোগো দেখা যাচ্ছে। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বিএনপি দলীয় হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দেয়া বক্তব্যকে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে। মূলত, ভিডিওর ওই অংশে রুমিন ফারহানা অন্য এক আলোচকের দেয়া বক্তব্যকে উদ্ধৃত করছিলেন।
গত ৩১ জুলাই "রাজনীতির আন্দোলন রাজনীতির ষড়যন্ত্র | সম্পাদকীয় | ৩০ জুলাই, ২০২২" ক্যাপশনে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে রুমিন ফারহানার বক্তব্যটি খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ। ভিডিওটির বিবরণ থেকে জানা যায়, গত ৩০ জুলাই টেলিভিশন চ্যানেলটিতে একটি টকশো সম্প্রচার করা হয় যেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি দলীয় হুইপ ও এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ও বাংলাদেশ জাসদের একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। ভিডিওটির ২৭ মিনিট ৭ সেকেন্ডে অংশ থেকে রুমিন ফারহানাকে দেখা যায়, একটি নোট দেখে বলছেন "২৬ হাজার কোটি টাকা বিদ্যুৎখাত থেকে লুট করা হয়েছে। এক তারেক রহমান-বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান-তিনি লুট করেছেন (হাসি)। হয়েছে কি প্রোপাগান্ডার উপর যে দল নির্ভর করে এবং যে দলের পায়ের নিচে মাটি থাকে না, সে দল অনেক কথাই বলে। কি বলে, নিজেরাও বুঝে না। প্রলাপের মতো বলে।" ভিডিওটি দেখুন--
ভালোভাবে দেখলে বোঝা যায়, ব্যারিস্টার রুমিন ফারহানা মূলত তার বক্তব্যে অন্য কাউকে উদ্ধৃত করে সেই বক্তব্য খণ্ডন করছেন। মূলত, একই টকশোতে উপস্থিত আরেক বক্তা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়াকে তার আলোচনায় ১৩ মিনিট ২৩ সেকেন্ডে থেকে বলতে শোনা যায় , "২৬ অক্টোবর, ২০০৬ সাল। সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার- সালাম তালুকদারের ভাতিজা তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী… ঐ কেবিনেটেরই- তিনি বলেছেন সংবাদ সম্মেলনে, তারেক ও তার সঙ্গী সাথীরা তখনকার মুদ্রা মানে ২৬ হাজার কোটি টাকা শুধু বিদ্যুৎখাত থেকে লুট করেছেন, জ্বালানি ও বিদ্যুৎখাত থেকে। পাবলিক ডোমেইন। চেক করেন। ফ্যাক্ট চেক করেন।" ভিডিওটি দেখুন এখানে।
অর্থাৎ, ফেসবুকে ভাইরাল ক্লিপটিতে বলতে শোনা অংশটি ব্যারিস্টার রুমিন ফারহানার নিজের বক্তব্য নয়। রুমিন ফারহানা তার বক্তব্যে অন্য বক্তা ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার দেয়ার বক্তব্যের অংশকেই উদ্ধৃত করে তা খণ্ডন করছেন।
সুতরাং, বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের খণ্ডিত অংশ বিকৃত করে অপ্রাসঙ্গিকভাবে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর ।