BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ঋষি সুনাকের ফুড ডেলিভারি ম্যানের...
ফেক নিউজ

ঋষি সুনাকের ফুড ডেলিভারি ম্যানের চাকরি নেয়ার খবরটি ভুয়া

নির্বাচনী প্রচারে গিয়ে ম্যাকডোনাল্ড থেকে তার সফরসঙ্গী ও সাংবাদিকদের জন্য নাস্তা নিয়ে আসার সময় এই পোজ দেন ঋষি সুনাক।

By - Mamun Abdullah |
Published -  13 July 2024 11:33 PM IST
  • ঋষি সুনাকের ফুড ডেলিভারি ম্যানের চাকরি নেয়ার খবরটি ভুয়া

    সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস এবং ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের খাবার হাতে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি নির্বাচনে হেরে ডেলিভারিম্যান হিসেবে তার নতুন চাকরি নিচ্ছেন। থ্রেডস-এ এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। পাশাপাশি ফেসবুকে এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

    গত ৯ জুলাই 'mohammadkowsar95' নামের একটি থ্রেডস একাউন্ট থেকে ঋষি সুনাকের একটি ছবি পোস্ট করে বলা হয়, "ঋষি সুনাক গতকাল ডেলিভারী ড্রাইভার হিসাবে তার নতুন চাকরির জন্য অনুশীলন করছিলেন, যা তিনি সোমবার থেকে শুরু করবেন। আসলেই কোন কাজই অসন্মানের নয়। আমাদের সন্তানেরা উবার ফুড বা গ্রোসারি দোকানে কাজ করে যদি তাদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করে সেটাও অনেক সন্মানের...কাজের মাধ্যমে অর্থ উপার্জন সম্মানের।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    গত ৭ জুলাই একই ধরণের পোস্ট করা হয় 'Sumon Shil' নামের একটি ফেসবুক আইডি থেকে। স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে হেরে ঋষি সুনাক ফুড ডেলিভারিম্যানের চাকরি নিচ্ছেন না। প্রকৃতপক্ষে, গত ২ জুলাই কনজারভেটিভ পার্টির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঋষি সুনাক বাকিংহ্যামশায়ারের বেকনসফিল্ড সার্ভিস স্টেশনে অবস্থিত ফাস্ট ফুডের জন্য বিখ্যাত ম্যাকডোনাল্ডসে গিয়ে তার সফরসঙ্গী ও সাংবাদিকদের জন্য নিজে খাবার সংগ্রহ করেন।

    সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির ব্যাপারে কোনো ধরণের তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, সম্প্রতি ঋষি সুনাকের রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করার একাধিক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে ফেসবুক এবং থ্রেডস এ পোস্টকৃত ছবিগুলোর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। "Sunak hopes a comeback is on the menu after McDonald’s campaign pit stop" শিরোনামে যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা 'ইন্ডিপেন্ডেন্ট' এর ২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার নির্বাচনী প্রচারণা সফরের অংশ হিসেবে ম্যাকডোনাল্ডের একটি সার্ভিস স্টেশনে যান। ফেরার সময় তার সফরসঙ্গী ও সাংবাদিকদের জন্য সকালের নাস্তা সংগ্রহ করেন। স্ক্রিনশট দেখুন--



    পাশাপাশি "Rishi Sunak grabs breakfast at Beaconsfield Services" শিরোনামে প্রকাশিত 'Bucks Free Press' নাামের স্থানীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়, ২ জুলাই সকালে নির্বাচনী প্রচারে বেডফোর্ডশায়ারের ওকাডো প্যাকিং প্ল্যান্টে পরিদর্শনের পর প্রধানমন্ত্রী ঋষি সুনাক তাঁর সফরসঙ্গী সাংবাদিকদের এম৪০-এ বেকনসফিল্ড সার্ভিসেস থেকে ম্যাকডোনাল্ডসের সকালের নাস্তা সংগ্রহ করেন। স্ক্রিনশট দেখুন--



    উল্লিখিত প্রতিবেদনে ঘটনাটি ২ জুলাই তারিখের উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৪ জুলাই। এই অর্থে ঋষি সুনাকের খাবার সংগ্রহের ঘটনাটি নির্বাচনের পরে নয়।

    প্রধানমন্ত্রীর পদ হারিয়ে কি করবেন ঋষি সুনাক?

    যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তার দল কনজার্ভেটি পার্টির পরাজয়ের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন ঋষি সুনাক। যদিও নির্বাচনে তার আসন থেকে জয় লাভ করেন তিনি। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, তিনি পরে প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি পার্লামেন্টে একজন এমপি হিসেবে থাকবেন। স্ক্রিনশট দেখুন--


    অর্থাৎ নির্বাচনে ঋষি সুনাকের দলের পরাজয়ের পর তিনি ফুড ডেলিভারিম্যানের চাকরি নিচ্ছেন না বরং তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে একজন এমপি হিসেবে সংসদে থাকবেন।

    সুতরাং ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ফুড ডেলিভারিম্যানের চাকরি নেয়ার ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   ঋষি সুনাক গতকাল ডেলিভারী ড্রাইভার হিসাবে তার নতুন চাকরির জন্য অনুশীলন করছিলেন।
    Claimed By :  Threads and Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!