
ধর্ষণের প্রতিবাদ: মাশরাফির নামে ভুয়া বক্তব্য ফেসবুকে
ফেসবুকের একাধিক পোস্টে ক্রিকেটার মাশরাফির নামে ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে।

জাতীয় দলের ক্রিকেটার মাশরাফির নামে একটি বক্তব্য ফেসবুকে দেখা যাচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে মাশরাফি বলেছেন, "ধর্ষনে ছাত্রলীগ যুবলীগ জড়িত না থাকলে আমি প্রতিবাদ করতাম"।
এরকম কিছু পোস্ট দেখতে ক্লিক করুন, এখানে, এখানে এবং এখানে। এছাড়া আর্কাইভ দেখতে এখানে।
এরকম একটি পোস্ট দেখা যায় '♥️ তোমাকে চায় বাংলাদেশ নুরুল হক ভাই 🖤' নামক গ্রুপে। সেখানে মাহমুদুল হাসান পোস্ট করেন-
পোস্টটি আর্কাইভ ভার্সন দেখতে ক্লিক করুন এখানে।
কিন্তু উক্ত পোস্টগুলোর কোথাও মাশরাফির এমন বক্তব্যের কোন সুত্র উল্লেখ করতে পারেনি।
তবে বুমের অনুসন্ধানে দেখা গেছে, মাশরাফি সাম্প্রতিক ধর্ষণবিরোধী আন্দোলন সংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে ১ বার কথা বলেছেন। গত ৭ অক্টোবর বিকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজ এ বিষয়ে যে পোস্ট করেছে তা হুবহু ছিল এরুপ--
"আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?
তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।
হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।
আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।"
দেখুন সেই পোস্টের লিংক এখানে।
এছাড়া তার উক্ত বক্তব্য নানা মূলধারার খবরমাধ্যমে প্রচার হয়। জাগোনিউজের উক্ত খবরের লিংক দেখুন এখানে।
এর বাইরে তার নিজস্ব কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ধর্ষণ বিষয়ে আর কোন বক্তব্য দেননি। এছাড়াও নতুন করে কোন খবরমাধ্যমে এ ব্যাপারে কোন খবর আমরা খুজে পাইনি।
ফলে সুত্রহীন উক্ত বক্তব্যকে মাশরাফির বলে দাবি করার সুযোগ নেই। এছাড়া তার নামে ভাইরাল হওয়া বক্তব্যটি থেকে বুঝা যায়, তিনি সরকার দলীয়দের দ্বারা সংগঠিত কোন ধর্ষণের প্রতিবাদ তিনি করবেন না। অথচ ৭ই অক্টোবরের পোস্টটি চলমান ধর্ষণ নিয়েই তিনি করেছেন।
ফলে তার প্রতিবাদ না করার উদ্ধৃতিটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।
Updated On: 2020-10-12T08:26:01+05:30
Claim : ধর্ষণে ছাত্রলীগ যুবলীগ জড়িত না থাকলে আমি প্রতিবাদ করতাম: মাশরাফি
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story