BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • রাশিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র হবে...
ফেক নিউজ

রাশিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র হবে ইয়েমেন এমন মন্তব্য করেননি পুতিন

বুম বাংলাদেশ দেখেছে, পুতিনের এমন ঘোষণার ব্যাপারে কোনো তথ্য বা সংবাদ নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি।

By - Mamun Abdullah |
Published -  21 Jun 2024 12:13 AM IST
  • রাশিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র হবে ইয়েমেন এমন মন্তব্য করেননি পুতিন

    সামাজিক মাধ্যম থ্রেডসে একটি একাউন্ট থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, তিনি বলেছেন ইয়েমেন ভবিষ্যতে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল মিত্র হবে। পোস্টটি দেখুন এখানে।

    গত ১৮ মে 'zoyasohaill' নামের একটি একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "Russian President Putin: Russia's strongest and most stable ally in the future will be Yemen.." নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। রাশিয়া-ইয়েমেন চলমান বা ভবিষ্যত সম্পর্ক নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্য কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

    লোহিত সাগরকে কেন্দ্র করে সম্প্রতি ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ব্র্রিটেনের যৌথ বিমান হামলা শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কোনো মন্তব্য করলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির পক্ষে কোনো তথ্য বা প্রতিবেদন নির্ভরযোগ্য কোনো সূত্রে কিংবা গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

    তবে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে "Yemen’s Houthis Tell China, Russia Their Ships Won’t Be Targeted” শিরোনামে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম 'Bloomberg' এ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, চলতি বছরের শুরুতে ওমানে অনুষ্ঠিত কূটনৈতিক আলোচনার পর রাশিয়া ও চীনের সাথে হুথি গোষ্ঠীর মধ্যে একটি চুক্তিপত্র হয়। চুক্তিতে বলা হয়, হুথিরা লোহিত সাগরে চীন ও রাশিয়ার জাহাজকে লক্ষ্যবস্তু করবে না এবং রাশিয়া ও চীন তাদেরকে রাজনৈতিক সাপোর্ট দিবে। স্ক্রিনশট দেখুন--



    পাশাপাশি, একই সার্চে "Houthis in Russia seek 'pressure' on US, Israel to end Gaza carnage" শিরোনামে তুরস্ক ভিত্তিক সম্প্রচারমাধ্যম 'TRT WORLD' এর একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে বলা হয়, "চলতি বছরের শুরুর দিকে হুথিদের একটি প্রতিনিধি দল রাশিয়া সফর করে। যেখানে তারা রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ এর সাথে সাক্ষাৎ করে। এসময় তাদের মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে গাজায় সংঘটিত নিন্দিত গণহত্যা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে থামানোর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার উপর আলোচনা হয়। স্ক্রিনশট দেখুন--



    রাশিয়া ও ইয়েমেন সংক্রান্ত গত কয়েক মাসে প্রকাশিত এমন সংবাদ পাওয়া গেলেও ইয়েমেনকে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের আলোচ্য মন্তব্য সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি।

    এছাড়াও কি-ওয়ার্ড সার্চ করে মিসবার এবং রয়টার্সে দুটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। যেখানে দাবি করা হয়, চলতি বছরে রাশিয়া-ইয়েমেনের মধ্যকার সম্পর্ক উন্নয়ন বা পুনরুদ্ধার সম্পর্কে পুতিন এমন কোনও ঘোষণা বা বিবৃতি দিয়েছেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

    অর্থাৎ ইয়েমেন ভবিষ্যতে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং স্থিতিশীল মিত্র হবে রাশিয়ার প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের বরাতে যে মন্তব্য প্রচার করা হচ্ছে তা ভিত্তিহীন।

    সুতরাং রাশিয়ার প্রেসিডেন্টের বরাতে থ্রেডসে ভিত্তিহীন মন্তব্য প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   ইয়েমেন ভবিষ্যতে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে স্থিতিশীল মিত্র হবে: পুতিন
    Claimed By :  Threads Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!