ধর্ম উপদেষ্টার মন্তব্য নিয়ে প্রথম আলোর ফটোকার্ডটি নকল
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে প্রথম আলো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে জাতীয় দৈনিক প্রথম আলোর একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের মন্তব্য যুক্ত করে বলা হয়, দাড়ি-টুপিওয়ালারা বেশি দুর্নীতি ও লুটপাটের সাথে জড়িত। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ১৮ সেপ্টেম্বর 'Shoaib Ali' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "দাড়ি টুপি ওয়ালারা বেশি দুর্নীতি ও লুটপাটের সাথে জড়িত- - অবৈধ সরকারের ধর্ম উপদেষ্টা । মন্তব্য : দেশে ৯৯% মোসলমান মি*থ্যুক , ধোকা*বাজ ও অ*মানবিক।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। জাতীয় দৈনিক প্রথম আলো নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন প্রথম আলোর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে ১৮ সেপ্টেম্বর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, এই ফটোকার্ডটি প্রথম আলোর নয়। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন। পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রথম আলোর'র লোগো ব্যবহার করে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের মন্তব্য যুক্ত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। প্রথম আলো এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং প্রথম আলোর লোগো ব্যবহার করে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের মন্তব্যযুক্ত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।