BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ভিডিওটি পুরোনো, যুবরাজ সালমানকে...
ফেক নিউজ

ভিডিওটি পুরোনো, যুবরাজ সালমানকে হত্যাচেষ্টার তথ্যটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, সড়ক দুর্ঘটনার পুরোনো ভিডিও দিয়ে সৌদি যুবরাজ সালমানকে হত্যাচেষ্টার তথ্য প্রচার করা হচ্ছে।

By - Mamun Abdullah |
Published -  17 May 2024 9:21 PM IST
  • ভিডিওটি পুরোনো, যুবরাজ সালমানকে হত্যাচেষ্টার তথ্যটি সঠিক নয়

    সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যাচেষ্টার ভিডিও এটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাতে একটি ভবনের সামনের রাস্তায় একটি গাড়ি আগুনে পুড়ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।

    গত ৭ মে 'zirafamedia' নামের একটি অ্যাকাউন্ট থেকে থ্রেডসে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "Breaking: Reports of an assassination attempt on the de facto ruler of 🇸🇦 Saudi Arabia, Crown Prince Mohammed bin Salman. Reportedly, many of his personal guards have been killed in gunfire."। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি ২০২৪ সালের ১৬ মার্চ একটি সড়ক দুর্ঘটনার বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। এছাড়া সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যাচেষ্টার কোনো খবর সৌদি আরবের স্থানীয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি।

    কি-ওয়ার্ড সার্চ করে "No, there wasn’t an assassination attempt on Saudi Crown Prince MBS" শিরোনামে ফরাসি ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ও ফ্যাক্ট চেক সংস্থা 'The France 24 Observers' একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে। ইংরেজি, ফরাসি, আরবি ও ফার্সি--এই চারটি ভাষায় সংবাদ প্রকাশ করে থাকে প্যারিস ভিত্তিক এই সংস্থাটি। সৌদির সিভিল ডিফেন্সের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, এটি মোহাম্মদ বিন সালমানের হত্যাচেষ্টার ভিডিও নয় বরং এটি গত মার্চের মাঝামাঝি সময়ে একটি সড়ক দুর্ঘটনার ভিডিও। স্ক্রিনশট দেখুন--



    এই প্রতিবেদনের সূত্র ধরে সার্চ করে আলোচ্য ভিডিওটির হুবহু একটি দীর্ঘ ভার্সন পাওয়া যায় 'SAUDI FIGHT' নামের একটি এক্স (সাবেক টুইটার) একাউন্টে, যা গত ১৬ মার্চ পোস্ট করা হয়। পোস্টটি দেখুন--


    এক্স পোস্টে লেখা আরবি গুগলের সাহায্যে অনুবাদ করে দেখা যায়, এটি সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং সালমান সড়কে একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ভিডিও। অনুবাদের স্ক্রিনশট দেখুন--



    এবারে আলোচ্য ভিডিওটি (বামে) এবং সড়ক দুর্ঘটনার ভিডিওটি (ডানে) থেকে নেয়া দুটি ফ্রেমের মধ্যে তুলনা দেখুন পাশাপাশি--



    এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে মিসবারেও একই ধরণের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, সামাজিক মাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওটিতে দাবি করা হচ্ছে, এটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যাচেষ্টার ভিডিও। যাচাই করে দেখা গেছে এটি দুই মাস আগে সৌদি আরবের একটি সড়ক দুর্ঘটনার ভিডিও।

    এদিকে, নানাভাবে কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যাচেষ্টার কোনো খবর দেশটির স্থানীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। সামাজিক মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিচালিত একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স প্রতিষ্ঠানের ভেরিফায়েড একাউন্ট 'OSINTdefender' গত ৬ মে এক পোস্টে বলেছে, সৌদি রাজ পরিবারের নিরাপত্তায় নিয়োজিত সৌদি রয়াল গার্ড রেজিমেন্টের সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনের সাথে OSINTdefender এর পক্ষ থেকে কথা বলা হয়েছে। তারা জানিয়েছেন, যুবরাজ সালমানকে হত্যাচেষ্টার খবর সম্পূর্ণ মিথ্যা। পোস্টটি দেখুন--


    অর্থাৎ ভিডিওটি একটি সড়ক দুর্ঘটনার, যুবরাজ সালমানকে হত্যাচেষ্টার নয়।

    সুতরাং সড়ক দুর্ঘটনার একটি পুরোনো ভিডিও দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যাচেষ্টার বলে প্রচার করা হচ্ছে থ্রেডসে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে হত্যাচেষ্টা।
    Claimed By :  Threads
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!