BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • পর্নো তারকার ছবিকে এডিট করে প্রেস...
ফেক নিউজ

পর্নো তারকার ছবিকে এডিট করে প্রেস সচিবের মেয়ে দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, মিয়া খলিফার ছবি এডিট করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের চেহারা বসানো হয়েছে।

By - Mamun Abdullah |
Published -  5 Feb 2025 5:24 PM IST
  • পর্নো তারকার ছবিকে এডিট করে প্রেস সচিবের মেয়ে দাবিতে প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে কয়েকটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিগুলো অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ১ ফেব্রুয়ারি ‘Muhammad Mahfuj’ নামক আইডি থেকে ছবিগুলো পোস্ট করে উল্লেখ করা হয়, “গণশত্রুর মেয়ে হিজাবী গাভী! বাংলাদেশে হিজাবী, আমেরিকাতে উ'লঙ্গ গাভী।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ আলোচ্য পোস্টে দাবি করা হয়, খোলামেলা বা পশ্চিমা সংস্কৃতির পোশাকে তোলা দ্বিতীয় ও তৃতীয় ছবিটি শফিকুল ইসলামের মেয়ের যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন তোলা হয়।

    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে পোস্টের দ্বিতীয় ও তৃতীয় ছবিটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের নয় বরং পর্নো তারকা মিয়া খলিফার ছবিকে এডিট করে মিয়া খলিফার চেহারার স্থলে প্রেস সচিবের মেয়ের চেহারা বসিয়ে দেওয়া হয়েছে।

    এক.

    আলোচ্য পোস্টের দ্বিতীয় ছবিটি নিয়ে টিনআই রিভার্স ইমেজ সার্চ করে “NFL rookie breaks porn star and sport's 'black widow' curse” শিরোনামে জার্মান ভিত্তিক পোর্টাল ‘HLN’ ওয়েবসাইটে তার একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। যেই ছবিতে পর্নো তারকা মিয়া খলিফার ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--



    একই সার্চে “Mia Khalifa receives another setback: Pornhub platform freezes her income and allocates it to support Israel” শিরোনামে স্পানিশ সংবাদমাধ্যম ‘MARCA’ ওয়েবসাইটে আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এখানের আলোচ্য ছবিটির অরিজিনাল ছবিটি পাওয়া যায়। ছবিটি পর্নো তারকা মিয়া খলিফার বলে উল্লেখ করা হয়। স্ক্রিনশট দেখুন--



    আলোচ্য ওয়েবসাইট থেকে পাওয়া অরিজিনাল ছবিটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে মিয়া খলিফার চেহারার স্থলে প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের চেহারা বসিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে। নিচে ফেসবুকে আলোচ্য দাবিতে ভাইরাল পোস্টের ছবি (বামে) এবং ওয়েবসাইট থেকে পাওয়া অরিজিনাল ছবি (ডানে) দুটির পাশাপাশি তুলনা দেখুন--



    দুই.

    আলোচ্য পোস্টের তৃতীয় ছবিটির টিনআই রিভার্স ইমেজ সার্চ করে “Mia Khalifa decided to quit her job after spending three months on the set of porn films.” শিরোনামে তুর্কি ভিত্তিক পোর্টাল ‘onedio’ ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে আলোচ্য ছবিটির অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটি পর্নো তারকা মিয়া খলিফার। স্ক্রিনশট দেখুন--


    পাশাপাশি, একই সার্চে “Mia Khalifa in hot water for controversial tweets about Israel-Palestine conflict” শিরোনামে স্পানিশ সংবাদমাধ্যম ‘laprensa’ ওয়েবসাইটে আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনেও আলোচ্য ছবিটির অরিজিনাল ভার্সন পাওয়া যায়, অর্থাৎ ছবিটি মিয়া খলিফার। স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ অনলাইন থেকে এই ছবিটি নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে মিয়া খলিফার চেহারার স্থলে প্রেস সচিবের মেয়ের চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে। নিচে ফেসবুকে আলোচ্য দাবিতে ভাইরাল পোস্টের ছবি (বামে) এবং মিয়া খলিফার অরিজিনাল ছবি (ডানে) দুটির পাশাপাশি তুলনা দেখুন--



    অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে পর্নো তারকা মিয়া খলিফার চেহারার স্থলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের চেহারা বসিয়ে আলোচ্য ছবি দুটি প্রচার করা হচ্ছে।

    সুতরাং প্রেস সচিব শফিকুল আলমের মেয়ের দাবিতে পর্নো তারকা মিয়া খলিফার এডিটেড ছবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের মেয়ে।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!