আরটিভির সংবাদের ফটোকার্ড এডিট করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, সানি লিওনকে নিয়ে আরটিভির তৈরি করা একটি ফটোকার্ড এডিট করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভির লোগোসহ একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। ফটোকার্ডটিতে লেখা রয়েছে, নেইমারের হাত ধরেই নীল ছবির জগতে নাম লিখিয়েছিলেন সানি লিওন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৩ মার্চ 'Argentina Fan Club Bangladesh' নামের একটি ফেসবুক গ্রুপে 'TJM 24 FB PAGE' নামের একটি ফেসবুক পেজ থেকে ভারতীয় বংশোদ্ভুত অভিনেত্রী ও পর্নতারকা সানি লিওনের ছবিসহ একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "এবার ম্যানশন"। ছবিটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির লোগো যুক্ত থাকতে দেখা যায়। এছাড়াও, ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "নেইমারের হাত ধরেই নীল ছবির জগতে নাম লিখিয়েছিলেন সানি লিওন"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি এডিটেড। আরটিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ডকে এডিট করে নেইমারের নাম বসিয়ে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।
আলোচ্য ফটোকার্ডটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটি আলোচ্য ফটোকার্ডের সাথে মিল রয়েছে। তবে আলোচ্য ফটোকার্ডের লেখার সাথে আরটিভির ফেসবুক পেজের ফটোকার্ডের লেখার ভিন্নতা দেখা যায়। আরটিভির ফটোকার্ডে লেখা রয়েছে, "যার হাত ধরে নীল ছবির জগতে নাম লিখিয়েছিলেন সানি লিওন"। আরটিভির ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে আলোচ্য ফটোকার্ডটি (বামে) এবং আরটিভির ফেসবুক পেজে পাওয়া ফটোকার্ডটি (ডানে) দেখুন পাশাপাশি--
গত ২৩ মার্চ "যার হাত ধরে নীল ছবির জগতে নাম লিখিয়েছিলেন সানি লিওন" শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে আরটিভি। ওই প্রতিবেদনটি সামাজিক মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে ফটোকার্ড তৈরি করে ফেসবুকে পোস্ট করে চ্যানেলটি। সেই ফটোকার্ডকে এডিটের মাধ্যমে বিকৃত করেই আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং সানি লিওনকে নিয়ে আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডকে এডিটের মাধ্যম বিকৃত করে ভিন্ন অর্থে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।