ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হাসিনার উপস্থিতি সংক্রান্ত ফটোকার্ডটি নকল
যমুনা টিভির ফটোকার্ডের আদলে তৈরিকৃত আলোচ্য ফটোকার্ডটি নকল বলে বুম বাংলাদেশকে জানিয়েছে গণমাধ্যমটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি সম্প্রচারমাধ্যম যমুনা টেলিভিশনের একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২১ জানুয়ারি ‘বাংলাদেশ আওয়ামীলীগ’ নামের একটি পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আলহামদুলিল্লাহ।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে বুম বাংলাদেশকে জানিয়েছে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন যমুনা টেলিভিশনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
এমনকি নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমেও এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে “Which foreign leaders are attending Trump’s inauguration – and who isn’t?” শিরোনামে ‘আল জাজিরার’ অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে বিদেশি কারা উপস্থিত থাকবেন, সে বিষয়ে তালিকা পাওয়া যায়। এই তালিকায় শেখ হাসিনার নাম উল্লেখ নেই। স্ক্রিনশট দেখুন--
পরে এ বিষয়ে জানতে যমুনা টেলিভিশনের সাথে যোগাযোগ করা হলে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় জানিয়ে গণমাধ্যমটির নিউ মিডিয়া বিভাগের প্রধান রুবেল মাহমুদ বলেন, “এই ফটোকার্ডটি যমুনা টেলিভিশনের বানানো নয়। এটি ফেক।”
অর্থাৎ যমুনা টেলিভিশনের এর লোগো ব্যবহার করে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত হয়েছেন বলে নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যমুনা টেলিভিশন এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা উপস্থিত হয়েছেন বলে ভিত্তিহীন তথ্য দিয়ে ফটোকার্ড বানিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।