ভিডিওটি ইরানে যুক্তরাষ্ট্রের সাবমেরিন আটকের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৯ সালে প্রশান্ত মহাসাগরে চোরাচালানিদের একটি চক্রকে আটক করার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি ইরানের জলসীমায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন আটকের সময়ে ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ জুন 'Md Masud Miah . 1' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "যুদ্ধ থামানোর নাম করে ইরানের সীমানায় ঢুকে গেছিল আমেরিকার সাবমেরিন ইরানের হাতে এখন বন্দি সবাই ভিডিওটি শেয়ার করি"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড প্রশান্ত মহাসাগরে চোরাচালানিদের একটি চক্রকে আটক করে। চোরাচালানিদের ওই চক্রটিকে ধাওয়া করার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'MilitaryTimesOnline' নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ মার্চ পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "Relive this insane capture of a drug sub by the U.S. Coast Guard in 2019 (২০১৯ সালে মার্কিন কোস্টগার্ড কর্তৃক একটি মাদকসহ সাবমেরিন ধরা পড়ার মাথা খারাপ করা দৃশ্যের পুনঃপ্রচার)"। স্ক্রিনশট দেখুন--

আরো সার্চ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম 'FOX 5 New York'-এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৩ জুলাই "Coast Guard Intercepts Drug-Smuggling Submarine" আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেস্ক্রিপশনে বলা হয়, "The U.S. Coast Guard released riveting video showing a Coast Guard crew intercepting a submarine carrying thousands of pounds of cocaine in June. The video, which came from a camera worn by a crew member, shows a heavily armed Coast Guardsman jumping on the so-called narco-submarine and pounding on the hatch until the smugglers surrender. The Coast Guardsmen in the video are from the Coast Guard Cutter Munro. During the cutter's months at sea, crews seized 39,000 pounds of cocaine, arrested 55 smuggling suspects, and sank several drug boats. (জুন মাসে মার্কিন কোস্টগার্ড একটি রোমাঞ্চকর ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে কোস্টগার্ডের এক ক্রু হাজার হাজার পাউন্ড কোকেন বহনকারী একটি সাবমেরিনকে আটক করছে। একজন ক্রু সদস্যের পরা ক্যামেরা থেকে তোলা ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একজন ভারী অস্ত্রধারী কোস্টগার্ড সদস্য তথাকথিত নারকো-সাবমেরিনে ঝাঁপিয়ে পড়ছেন এবং চোরাকারবারীরা আত্মসমর্পণ না করা পর্যন্ত হ্যাচে আঘাত করছেন। ভিডিওতে কোস্টগার্ডের সদস্যরা কোস্টগার্ড কাটার মুনরোর। সমুদ্রে কাটানোর মাসগুলিতে, ক্রুরা ৩৯,০০০ পাউন্ড কোকেন জব্দ করেছে, ৫৫ জন সন্দেহভাজন চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে এবং বেশ কয়েকটি মাদক নৌকা ডুবিয়ে দিয়েছে।)"। ইউটিউব ভিডিওটি দেখুন--
FOX 5 New York-এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১৩ জুলাই "Narco-submarine interception video showcases the Coast Guard's role in the global drug war" শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য।
এছাড়াও যুক্তরাষ্ট্রভিত্তিক আরেকটি গণমাধ্যম এবিসি নিউজের ইউটিউব চ্যানেল থেকে প্রাপ্ত ভিডিও প্রতিবেদন থেকেও আলোচ্য ভিডিওটি সম্পর্কে একই তথ্য পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ইরানের জলসীমায় যুক্তরাষ্ট্রের সাবমেরিন আটকের সময়ে ধারণ করা হয়নি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড কর্তৃক একটি চোরাচালান চক্রকে আটকের সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড কর্তৃক চোরাচালান চক্রকে আটকের ভিডিওকে ইরানের জলসীমায় প্রবেশ করায় যুক্তরাষ্ট্রের সাবমেরিন আটকের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।