বিদ্যুতের তার ছিঁড়ে রিকশাচালকের মৃত্যুর পুরোনো ভিডিও নতুন করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০২৩ সালে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গায়ের উপরে পড়লে ওই রিকশাচালকের মৃত্যু হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি বিদ্যুতের তার ছিঁড়ে গায়ের উপরে পড়ে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে একজন রিকশাচালকের মৃত্যু হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ এপ্রিল 'Saiyed Khairul Anam' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "চট্টগ্রাম অক্সিজেন এলাকায় বি'দ্যুতে'র তার ছিঁড়ে। রিকশা চালকের মৃ*ত্যু। এর দায়ভার কে নেবে। রিকশা চালকের এভাবে মৃত্যু,কেউ নিউজ টা প্রচারও করল না।" স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ঘটনাটি সাম্প্রতিক নয়। ২০২৩ সালের ১৪ মে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গায়ের উপরে পড়ে জাহেদ নামের এক রিকশাচালকের মৃত্যুর ঘটনার পুরোনো ভিডিওকে নতুন করে প্রচার করা হচ্ছে।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে চট্টগ্রাম থেকে পরিচালিত অনলাইন পোর্টাল সিভয়েস টোয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৪ মে "চলন্ত রিকশায় বিদ্যুতের তার পড়ে দগ্ধ রিকশাচালক আর নেই" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির একটি ফ্রেম খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় চলন্ত রিকশার উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দগ্ধ জাহেদ আলী (৩৮) নামে ওই রিকশা চারক মারা গেছেন। রবিবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।" স্ক্রিনশট দেখুন--

আরো সার্চ করে দৈনিক পত্রিকা আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ২০২৩ সালের ১৪ মে "সড়কে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দগ্ধ হয়ে রিকশাচালকের মৃত্যু" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে ভিন্ন দিক থেকে ধারণ করা একই ঘটনাস্থলের একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীতে সড়কে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে দগ্ধ হয়ে মো. জাহেদুল নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার অক্সিজেন মোড়ের একটি খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে ওই রিকশাচালকের শরীরে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।"। স্ক্রিনশট দেখুন--

পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে 'Star 1 Bangla TV' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক পশোটটির ক্যাপশনে বলা হয়, "চট্টগ্রাম অক্সিজেন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে রিকশা চালকের মৃত্যু।" পোস্টের সাথে যুক্ত ইউটিউব ভিডিওর লিঙ্কে গিয়েও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়াও দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সন, অনলাইন পোর্টাল জাগো নিউজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট এবং যুগান্তরের অনলাইন ভার্সনেও একই তথ্যসহ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য ভিডিওতে দৃশ্যমান বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মৃত্যুর ঘটনাটি সাম্প্রতিক নয়। ২০২৩ সালে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে চলন্ত রিকশায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক রিকশাচালকের মৃত্যু ঘটে। ওই সময়ে ঘটনাস্থল থেকে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং চলন্ত রিকশায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রিকশাচালকের মৃত্যুর পুরোনো ভিডিওকে নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।