
তাহেরির ভিডিওটি মামুনুলের গ্রেফতারের প্রতিবাদে নয়
মুফতি গিয়াসউদ্দিন তাহেরির ২০২০ সালের বক্তব্যের ভিডিওকে মাওলানা মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদে বলে প্রচার

ফেসবুকে মুফতি গিয়াসউদ্দিন তাহেরির একটি ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে, মাওলানা মামুনুল হক গ্রেফতার হওয়ায় আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। দেখুন এমন কিছু ভিডিও লিংক এখানে এবং এখানে।
গত ১৯ তারিখ 'Md Zakir Hosen Meskat' নামের একটি পেইজ থেকে 'হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার করায় আন্দলোনের ডাক দিলেন আল্লামা তাহেরী হুজুর' শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়।
৫ মিনিট ১৮ সেকেন্ডের এই ভিডিওটিতে মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে কথা বলতে দেখা যায়। ভিডিওটি গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ বার দেখা হয়েছে। দেখুন সেই পোস্টটির একটি স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, উক্ত ভিডিওটির সাথে মামুনুল হকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। মুফতি গিয়াসউদ্দিন তাহেরির গত বছরের একটি ভিডিও এর আংশিক ক্লিপ নিয়ে নতুন ভিডিওটি তৈরি করা হয়েছে।
'Bangladeshi Waz' নামক একটি ইউটিউব চ্যানেলে আসল ভিডিওটি পোস্ট করা হয় গত ২০২০ সালের ১৯ অক্টোবর। 'এবার ভাইরাল হলো একাত্তর টিভি বয়কটের ডাক !! Giasuddin Taheri New Waz 2020' শিরোনামের পুরোনো ভিডিওটি দেখুন--
একই ভিডিও এর আরেকটি ভার্সন দেখুন--
ভাইরাল হওয়া ভিডিওটি মূলত ২০২০ সালের শাহজাহানপুরে অনুষ্ঠিত আ'লা হযরত কনফারেন্সে মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর বক্তব্যের অংশবিশেষ। অপরদিকে মাওলানা মামুনুল হক গ্রেফতার হয়েছেন এই বছরের ১৮ এপ্রিল। দেখুন এ সংক্রান্ত একটি খবর-
খবরটি পড়ুন এখানে।
ফলে গত বছরের সেই ভিডিও এর সাথে মাওলানা মামুনুল হকের সাম্প্রতিক গ্রেফতারের কোনো সম্পর্ক নেই।
সুতরাং মুফতি গিয়াসউদ্দিন তাহেরির পুরোনো ভিডিওকে নতুন ক্যাপশনে পোস্ট করা হয়েছে যা বিভ্রান্তিকর।
Claim : হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার করায় আন্দলোনের ডাক দিলেন আল্লামা তাহেরী হুজুর
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story