ভোলায় চাল বিতরণ নিয়ে সংঘর্ষের পুরোনো ভিডিও বিভ্রান্তিকর দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি সম্প্রতি মাজার ভাঙা-লুটপাটের ঘটনার নয়; ছয় মাস আগে চাল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একদল লোকের মধ্যকার হাতাহাতির একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি মাজার ভাঙচুর ও লুটপাট করতে এসে গ্রামবাসীর হাতে গণধোলাই খাচ্ছে তৌহিদী জনতা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৫ সেপ্টেম্বর ‘YeAsir Araf’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “মাজার ভাঙচুর ও লুটপাট করতে এসে গ্রামবাসীর গণধোলাই খাচ্ছে তৌহিদী জনতা (মব গ্রুপ)..।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি মাজার ভাঙচুর ও লুটপাট করার সঙ্গে সম্পর্কিত নয়। প্রকৃতপক্ষে এটি গত মার্চ মাসে ভোলার মনপুরায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ নিয়ে স্থানীয় জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষের ঘটনার ভিডিও।
আলোচ্য ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “ভোলায় চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের সংঘর্ষ” শিরোনামে বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘Naya Istehar’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ২৩ মার্চ প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ভোলা মনপুরায় চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের সংঘর্ষ; আহত ১৫। ভিডিওটি দেখুন--
আলোচ্য তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে “ভোলার মনপুরায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ নিয়ে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বিএনপি ত্রিমুখী সংঘর্ষ” শিরোনামে ভোলা ভিত্তিক নিউজ পোর্টাল ‘Daily Bhola news images’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ২৩ মার্চ প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ভোলার মনপুরায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ নিয়ে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বিএনপি ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ভিডিওটি দেখুন--
আলোচ্য তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে “ভোলায় চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের সংঘর্ষ” শিরোনামে বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ২৩ মার্চ প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ভোলায় চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের সংঘর্ষ। ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি সম্প্রতি মাজার ভাঙচুর ও লুটপাট করা নিয়ে সংঘর্ষের কোনো ঘটনার নয় বরং এটি গত মার্চে ভোলার মনপুরায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ নিয়ে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষের ঘটনার ভিডিও।
সুতরাং ছয় মাস আগের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে সম্প্রতি মাজার ভাঙচুর ও লুটপাট করা নিয়ে সংঘর্ষের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।