বিমানবন্দরে আওয়ামীলীগের মিছিলের পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, বিমানবন্দর এলাকায় আওয়ামীলীগের মিছিলের ভিডিওটি সম্প্রতি নয়; বরং এটি গত ১৮ এপ্রিলে মিছিলের দৃশ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ মিছিলের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৬ সেপ্টেম্বর ‘Md Sujon Munshi’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আজ রাজধানীর বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এয়ারপোর্ট থানার ওসি প্রত্যাহার হইছে নাকি এখনো আছে। প্রত্যাহার না হলে তাড়াতাড়ি প্রত্যাহার করুন।ছাগল স্বরাষ্ট্র উপদেষ্টা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাম্প্রতিক মিছিলের নয়। প্রকৃতপক্ষে এটি গত ১৮ এপ্রিলে মিছিলের দৃশ্য।
আলোচ্য ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “উত্তরায় আওয়ামী লীগের বড় মিছিল” শিরোনামে ‘কালের কণ্ঠ’ এর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতিবেদন খুঁজে পাওয় যায়। গত ১৮ এপ্রিল প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘উত্তরার খবর’ এর ফেসবুক পেজে আরো একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। গত ১৮ এপ্রিল প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
বিষয়টি সম্পর্কে আরো জানতে কি-ওয়ার্ড সার্চ করে “উত্তরায় আ. লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, ছাত্র-জনতার ক্ষোভ” শিরোনামে ‘দেশ রূপান্তর’ পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ১৮ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, রাজধানী উত্তরায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে। শুক্রবার ভোরে তারা এই ঝটিকা মিছিল করে। এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যায়, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন মিছিলে নেতৃত্ব দেয়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাম্প্রতিক সময়ের বিক্ষোভ মিছিলের নয়। বরং এটি গত এপ্রিল মাসের।
সুতরাং পুরোনো ভিডিও দিয়ে বিমানবন্দর এলাকায় গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।