শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি দাবিতে পুরোনো ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি ২০২৪ সালে প্রথম আলো কার্যালয়ের সামনের একটি দৃশ্যের ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হচ্ছে এমন একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শাহবাগসহ আশেপাশের এলাকা রণক্ষেত্র পুলিশ নির্বিচারে শিক্ষার্থীদের উপর গুলি চালাচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৮ আগস্ট ‘সাদিয়া সুলতানা’ নামক একটি একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “এই মুহূর্তে গভীর রাতে শাহবাগসহ আশেপাশের এলাকা রণক্ষেত্র পুলিশ নির্বিচারে শিক্ষার্থীদের উপর গুলি চালাচ্ছে। ইউনুছ সরকারের হাতিয়ার এখন পুলিশ। টিকে থাকার জন্য শেষ কামড় দিচ্ছে....।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি সম্প্রতি শাহবাগে বুয়েটসহ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলি করার ঘটনার নয় বরং এটি ২০২৪ সালের নভেম্বরে প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ভিডিও।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ধাওয়া দিলো আইনশৃঙ্খলা বাহিনী” শিরোনামে অনলাইন সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ২০২৪ সালের ২৪ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, প্রথম আলো পত্রিকা অফিসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। স্ক্রিনশট দেখুন--
নিচে শাহবাগে ছাত্রদের ওপর পুলিশের সাম্প্রতিক গুলি করার দাবিতে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং বাংলা ট্রিবিউনে প্রকাশিত ২০২৪ সালের ২৪ সালের নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের ছবি দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের পুলিশের ধাওয়া” শিরোনামে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্টে’র একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। আলোচ্য প্রতিবেদনটিও ২০২৪ সালের ২৪ নভেম্বর প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
অন্যদিকে, ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর একটি অংশে ‘কিচেন মার্কেট’ লেখা থাকতে দেখা যায়। এছাড়া, উল্লিখিত প্রতিবেদনগুলোতে ঘটনার জায়গা হিসেবে কারওয়ান বাজার বলে উল্লেখ্য করা হয়েছে। এক্ষেত্রে ভাইরাল ভিডিওটির নির্দিষ্ট স্থান সম্পর্কে আরো নিশ্চিত হতে গুগল ম্যাপের সাহায্য নেওয়া হয়। গুগল ম্যাপে চিহ্নিত জায়গার সঙ্গে প্রচারিত ভিডিওর অংশ ‘কিচেন মার্কেট’ ও তার আশপাশের ভবনের সঙ্গে মিল পাওয়া যায়। ছবিতে দেখুন--
অর্থাৎ শাহবাগে ছাত্রদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিও আলোচ্য দাবিটি সঠিক নয়। বরং এটি ২০২৪ সালের ২৪ নভেম্বর কারওয়ান বাজার এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার ভিডিও।
সুতরাং ২০২৪ সালের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করে সম্প্রতি শাহবাগের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।