আইভীর নেতৃত্বে আওয়ামী লীগের মিছিলের বলে দাবি করে পুরনো ভিডিও প্রচার
২০২০ সালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ছাত্রলীগের মিছিল চলাকালে ভিডিওটি ধারণ করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর নেতৃত্বে সম্প্রতি শহরটিতে আওয়ামী লীগের মিছিল চলাকালে ভিডিওটি ধারণ করা হয়। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১১ অক্টোবর 'Kolpona Akhter Sonali' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ব্রেকিং নিউজ: আইভী রহমানের সাথে সারা নারায়ণগঞ্জ রাজপথে নেমে গেছে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২০ সালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ছাত্রলীগের মিছিল চলাকালে ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২০ সালের ৭ ডিসেম্বর 'মিডিয়া সন্দ্বীপ' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটির মত একটি বড় ভার্সনের ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বঙ্গবন্ধু এভিনিউ থেকে সরাসরি যুক্ত হয়েছি Zakaria Ibn Yusuf"।ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে, আলোচ্য ভিডিওটি থেকে নেওয়া একটি স্ক্রিনশট (বামে) এবং উপরের ভিডিওটি থেকে প্রাপ্ত একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলায় ২০২০ সালের ৫ ডিসেম্বর "কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যের কিছু অংশ ভেঙ্গে ফেলেছে কে বা কারা। শনিবার সকালে ভাস্কর্যটির হাত ও মুখের কিছু অংশ ভাঙ্গা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান। কুষ্টিয়ার পুলিশ সুপার তানভির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্ভবত রাতে কোন এক সময় এ ঘটনা ঘটায় দুষ্কৃতিকারীরা। ... ওদিকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙ্গার খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় আওয়ামী লীগের কয়েকটি অঙ্গ সংগঠন শহরে বিক্ষোভ প্রদর্শন করে।"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য।
অন্যদিকে, কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা সমকালের অনলাইন ভার্সনে গত ৪ ডিসেম্বর "দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, "নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি হয়েছে। নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে। শুনানি শেষে বৃহস্পতিবার আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছেন। ... পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।" স্ক্রিনশট দেখুন--
দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সেলিনা হায়াতের নেতৃত্বে সংঘটিত সাম্প্রতিক কোন মিছিলের নয় বরং ২০২০ সালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ছাত্রলীগের করা প্রতিবাদ মিছিলের।
সুতরাং ২০২০ সালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ছাত্রলীগের করা প্রতিবাদ মিছিলের ভিডিওকে সেলিনা হায়াত আইভীর নেতৃত্বে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের ভিডিও বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




