
ফিলিপাইনের সড়ক দুর্ঘটনার ছবিকে মালয়েশিয়ায় ইসরায়েলি পণ্য বয়কটের বলে দাবি
ফিলিপাইনে ২০২০ সালে ঘটা একটি সড়ক দুর্ঘটনার ছবিকে মালয়েশিয়ায় কোকাকোলা বর্জনের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় বিপুল পরিমান কোকাকোলার বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ছবিটির বর্ণনায় দাবি করা হচ্ছে, ইসরায়েলের কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে মালয়েশিয়া। দেখুন এমন কিছু লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ২২ মে 🇧🇩শায়েখে চরমোনাই ফেসবুক প্লাটফর্ম™ নামের ফেসবুক গ্রুপে একটি ছবি পোস্ট করা হয়। কোকাকোলাকে ইসরায়েলি পণ্য দাবি করে ছবিটির ক্যাপশনে বলা হয়, "ইজরায়েলের কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে মালয়েশিয়া"। দেখুন পোস্টটির স্ক্রিনশট--

ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি পুরোনো এবং ভিন্ন প্রেক্ষাপটের। ইমেজ রিভার্স সার্চিং টুল ব্যবহার করে একাধিক উৎসে উক্ত ছবিটি পাওয়া গেছে।
এরকম একটি ছবি GMA News নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেইজে পাওয়া গেছে। গত ১৬ এপ্রিল ২০২০ এ করা সেই পোস্টের ক্যাপশনটির স্বয়ংক্রিয় অনুবাদ থেকে জানা যায়, এটি মূলত সাউথ লুজন এলাকার একটি দূর্ঘটনার ছবি। সাউথ লুজন মূলত ফিলিপাইনের একটি শহর। দেখুন সেই পোস্টটি--
এছাড়া, Proud Caviteño নামের আরেকটি ফেসবুক পেইজেও এই ছবিটি পাওয়া গেছে। সেখানেও ছবিটি একইদিনে অর্থাৎ ২০২০ সালের ১৬ এপ্রিল পোস্ট করা হয়। দেখুন-
এছাড়া, বুম বাংলা এরই মধ্যে এ সংক্রান্ত একটি ফ্যাক্টচেক রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটি দেখুন এখানে।
অর্থাৎ ২০২০ সালের ফিলিপাইনে ঘটা একটি সড়ক দুর্ঘটনার ছবির বর্ণনায় কোকাকোলাকে ইসরায়েলি পণ্য দাবি করে মালয়েশিয়ায় কোকাকোলা বর্জনের দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
Updated On: 2021-06-02T15:39:59+05:30
Claim : ইজরায়েলের কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে মালয়েশিয়া।
Claimed By : Facebook Posts
Fact Check : Misleading
Next Story