BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ভারতের কোনো সীমান্তে উত্তেজনার নয়,...
ফেক নিউজ

ভারতের কোনো সীমান্তে উত্তেজনার নয়, ছবিটি মোদীর পথসভার

বুম বাংলাদেশ ফেসবুক ও টুইটারে ছবিটি ২০১৯ সালেও পোস্ট হতে দেখেছে, ভারতীয় গণমাধ্যম বলছে ছবিটি বেঙ্গালুরুতে মোদীর পথসভার।

By - Minhaj Aman |
Published -  24 Oct 2021 6:34 PM IST
  • ভারতের কোনো সীমান্তে উত্তেজনার নয়, ছবিটি মোদীর পথসভার

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, ভারত-বাংলাদেশ সীমান্ত ও সীমান্তবর্তী মুসলিম বহুল এলাকাগুলোতে রেড এলার্ট জারি হয়েছে। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।

    গতকাল (২৩ অক্টোবর) 'সনাতন ধর্মের জয়' নামের ফেসবুক গ্রুপে একটি ছবি পোস্ট করা হয়। ছবিটিতে বিপুল মানুষের সমাবেশ দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, "জয় শ্রী-রাম; আসাম বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা! বাংলাদেশে চলমান হিন্দু গণত্যার প্রচেষ্টার জেরে সমগ্র বারাক থেকে শুরু করে গৌহাটি অবদি আসামের সর্বস্তরের হিন্দুরা জেগে ওঠেছে! ভারত-বাংলাদেশ সীমান্ত ও সীমান্তবর্তী মুসলিম বহুল এলাকাগুলোতে রেড এলার্ট! জয় শ্রী রাম, জাগো হিন্দু"। অর্থাৎ দাবি করা হচ্ছে ছবিটি বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক অস্থিরতার মধ্যে বাংলাদেশ-আসাম সীমান্তে উত্তেজনা সংক্রান্ত একটি ঘটনার। দেখুন পোস্টটির স্ক্রিনশট--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টটি বিভ্রান্তিকর। রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে দেখা গেছে, ২০১৯-২০ সালে একাধিক ফেসবুক পোস্ট ও টুইটার থ্রেডে এই ছবিটি পাওয়া গেছে। "ওমকার" নামের একটি টুইটার থ্রেডে ২০২০ সালের ২৩ মে এই ছবিটিসহ আরো তিনটি ছবি পোষ্ট করা বলা হয় এগুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৯ সালে 'ম্যাংলোর র‍্যালি' এর ছবি। দেখুন সেই পোস্ট এখানে--

    These beautiful images of the famous Mangalore Rally of 2019. We in this region treat Modi ji as our own. It was a proud moment for everyone when Modi ji called Coastal Karnataka "The land of nationalists" 🇮🇳🙌 pic.twitter.com/HqPeZKYmtM

    — Omkar🇮🇳 (@omgs_tweets) May 23, 2020

    সেই টুইটার থ্রেডে আলোচ্য ছবিটি আলাদাভাবে দেখুন--


    এছাড়া ২০১৯ সালে 'Amit Upadhayay' নামের একটি ফেসবুক পেইজ থেকেও ছবিটি পোস্ট করা হয় ২০১৯ সালের ২৪ মে। স্বয়ংক্রিয় অনুবাদের মাধ্যমে জানা যায়, ক্যাপশনে নরেন্দ মোদীকে আবার প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানানো হচ্ছে। পোস্টটি দেখুন--

    এছাড়া 'মাই নেশন' নামক একটি ভারতীয় অনলাইন পোর্টালের প্রতিবেদনেও ছবিটি পাওয়া গেছে। ২০১৯ সালের ১৪ এপ্রিল প্রকাশিত সেই প্রতিবেদনের শিরোনাম ছিল, "7 images that prove South India is in Modi's thrall…"। প্রতিবেদনটিতে বলা হয়, দক্ষিন বেঙ্গালুরুর দ্য প্যালেস গ্রাউন্ডে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সেখানে উপস্থিত সকলের অভিবাদন গ্রহণ করেন। প্রতিবেদনটিতে বেশ কিছু ছবির সাথে আলোচ্য ছবিটি পাওয়া গেছে।


    উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ এপ্রিল ভারতের একাধিক গণমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা উপলক্ষ্যে বেঙ্গালুরু সফরের খবর প্রকাশিত হয়েছিল। দেখুন এখানে।

    এছাড়া সাম্প্রতিক বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে ভারত-বাংলাদেশ সীমানায় রেড এলার্ট জারি হওয়া সংক্রান্ত তথ্য কোনো গণমাধ্যমে খুজে পায়নি বুম বাংলাদেশ।

    অর্থাৎ ২০১৯ সালে দক্ষিণ ভারতে নরেন্দ্র মোদীর নির্বাচনী সভার পুরোনো ছবিকে বাংলাদেশ-আসাম সীমান্তে উত্তেজনার বলে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।

    Tags

    Fake News
    Read Full Article
    Claim :   আসাম বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা! বাংলাদেশে চলমান হিন্দু গণত্যার প্রচেষ্টার জেরে সমগ্র বারাক থেকে শুরু করে গৌহাটি অবদি আসামের সর্বস্তরের হিন্দুরা জেগে ওঠেছে! ভারত-বাংলাদেশ সীমান্ত ও সীমান্তবর্তী মুসলিম বহুল এলাকাগুলোতে রেড এলার্ট!
    Claimed By :  Facebook Posts
    Fact Check :  Misleading
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!