জামায়াত নেতাকে গ্রেফতারের পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবিসহ প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০২৩ সালে নোয়াখালীতে পুলিশি অভিযানে জামায়াত নেতার গ্রেফতারের ছবিকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে বলা হয়, কাজের মেয়েকে আটকে রেখে কাজের মেয়েকে আটকে রেখে একমাস ধরে ধর্ষণ করায় সোনাদিয়া উপজেলা জামাতের আমিরকে গ্রেফতার করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৩ জানুয়ারি 'ATN' নামে একটি ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে বলা হয়, "কাজের মেয়েকে আটকে রেখে"। ছবিটিতে লেখা থাকতে দেখা যায়, "একমাস ধরে ধর্ষণ, সোনাদিয়া উপজেলা জামাতের আমির গ্রেফতার"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৩ সালে নোয়াখালীতে পুলিশি অভিযানে বোরহান উদ্দিন নামে একজন জামায়াত নেতার গ্রেফতারের ছবিকে সাম্প্রতিক বলে বিভ্রান্তিকর তথ্যসহ প্রচার করা হচ্ছে।
আলোচ্য ছবিটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৩ সালের ২১ নভেম্বর "নোয়াখালীতে নাশকতার অভিযোগে গ্রেফতার ২৭" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ২৫ ও জামায়াতের ২ জন নেতাকর্মী রয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক এবং চৌমুহনী পৌরসভার মৃত আজহার উল্যার ছেলে।" ওই প্রতিবেদনে আলোচ্য ছবিটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "গ্রেফতার মাওলানা বোরহান উদ্দিন"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, অনলাইন পোর্টাল ঢাকা মেইল, ঢাকা টাইমস ও সময় টেলিভিশনের অনলাইন ভার্সনেও আলোচ্য ছবিটি একই তথ্যসহ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। ২০২৩ সালের নভেম্বরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের নেতাসহ অনেককে গ্রেফতার করা হয়। ওইসময়ে ধারণকৃত একটি ছবিকে সাম্প্রতিক দাবি করে বিভ্রান্তিকর তথ্যসহ প্রচার করা হচ্ছে।
সুতরাং দুই বছর আগে পুলিশি অভিযানে গ্রেফতার হওয়া জামায়াত নেতার ছবি মানহানিকর ভিত্তিহীন তথ্য জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




