
সু চি'র ২০১৭ সালের ছবি বিভ্রান্তিকর ক্যাপশনে নতুন করে প্রচার
ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি'র সাবেক চেয়ারম্যান অং শি'র শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের ছবি এটি।

ফেসবুকে বিভিন্ন পোস্টে মায়ানমারের অং সান সু চি'র একটি ছবি দিয়ে খবর প্রচার করা হচ্ছে, ১৪ দিনের রিমান্ড হয়েছে সু চি'র। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্যকেন্দ্র নামের একটি গ্রুপে ছবিসহ একটি পোস্ট করা হয় যেখানে মায়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চি'কে গাড়িতে বসা দেখা যাচ্ছে। ক্যাপশনসহ পোস্টটি দেখুন নিচে--
পোস্টটির আর্কাইভ ভার্সন পড়ুন এখানে।
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সু চি'র ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। রিভার্স-ইমেজ সার্চ করে দেখা গেছে, সু চি'র গাড়িতে বসা ছবিটি ২০১৭ সালের। মূলত ইয়াঙ্গুনে সু চি'র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এর সাবেক চেয়ারম্যান অং শি'র শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের ছবি এটি। ছবিটি এএফপির পক্ষ থেকে তুলেছেন AUNG Kyaw Htet এবং ১৭ আগস্ট ২০১৭ সালে ছবিটি তোলা হয়েছে। দেখুন গেটি ইমেজেস এ প্রকাশিত সেই ছবিটি--
ছবিটির বিস্তারিত দেখুন এই লিঙ্কে
এছাড়া একই শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত সু চি'র আরেকটি ছবি দেখা যায় মায়ানমারের পত্রিকা নিউ লাইট অফ মায়ানমারের একটি খবরে। দেখুন সেই খবরটির একটি স্ক্রিনশট--
উল্লেখ্য অং শি ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি'র সহপ্রতিষ্ঠাতা ছিলেন।
সুতরাং ২০১৭ সালের ছবিকে সাম্প্রতিক মায়ানমারে জারিকৃত জরুরি অবস্থায় সু চি'র গ্রেফতারের ছবি হিসেবে পোস্ট করা বিভ্রান্তিকর।
Claim : সু চির গাড়িতে বসা ছবিটি সাম্প্রতিক গ্রেফতারকালীন
Claimed By : Facebook Posts
Fact Check : Misleading
Next Story