অভিনেতা শাকিব খানের ছেলের স্কুলে ভর্তির খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৮ সালে গণমাধ্যমে শাকিব খানের ছেলে আব্রাম খান জয়কে স্কুলে ভর্তি করার খবর প্রকাশিত হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একাধিক অখ্যাত অনলাইন পোর্টালের একটি খবরের লিংক পোস্ট করে অভিনেতা শাকিব খানের ছেলে আব্রাম খান জয়কে স্কুলে ভর্তি করার খবর দেয়া হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
গত ২৮ নভেম্বর 'News Corner' নামের ফেসবুক পেজ থেকে অনলাইন পোর্টালের একটি লিংক শেয়ার ক্যাপশনে লেখা হয়, "ছেলেকে স্কুলে ভর্তি করাতে স্কুলে গেলেন শাকিব অপু" স্ক্রিনশট দেখুন--
হুবহু একই শিরোনামে প্রকাশিত ওই খবরটির ডেটলাইন লেখা আছে চলতি বছর '5 days ago' ফলে খবরটি ঠিক কবের তা ধারনা করা মুশকিল এবং বিস্তারিত অংশে বলা হয়েছে, "ঢালিউড সুপারস্টার শাকিব খান ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস নিজেদের ছেলে আব্রাম খান জয়কে স্কুলে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন। তাই ছেলেকে নিয়ে রাজধানীর বারিধারার একটি স্কুলে গিয়ে ভর্তির ফরমও পূরণ করেছেন তারা। বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিব ও অপু।" ফেসবুকে পোস্ট করার দিনক্ষণ ও বিষয়বস্তু দেখে স্বাভাবিকভাবে খবরটি পাঠকের কাছে সাম্প্রতিক মনে হতে পারে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয় বরং ৩ বছর আগের।
২০১৮ সালে দেশের একাধিক গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছিল। কিওয়ার্ড ধরে সার্চ করার পর খবরটি মূলধারার গণমাধ্যম প্রথম আলোর অনলাইন ভার্সনে খুঁজে পাওয়া যায়। যা 'স্কুলে যাচ্ছে শাকিবপুত্র জয়' শিরোনামে ২০১৮ সালের ২২ নভেম্বর প্রকাশিত হয়েছে। প্রথম আলোর প্রতিবেদনের তথ্য আর ভাইরাল প্রতিবেদনে দেয়া তথ্য একই। প্রথম আলোর প্রতিবেদনটিতে বলা হয়- "মা অপু বিশ্বাসের কোলে চড়ে স্কুলে গেল শাকিবপুত্র আব্রাম খান জয়। গত বুধবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি স্কুলে ভর্তি করা হয় জয়কে। ছেলেকে ভর্তি করানোর জন্য একসঙ্গে স্কুলে যান শাকিব-অপু। দুই ঘণ্টারও বেশি সময় সেখানে ছিলেন তাঁরা। কথা বলেছেন স্কুলের শিক্ষকদের সঙ্গে। স্কুল কর্তৃপক্ষও জয়কে পেয়ে ভীষণ খুশি। আজ ছিল জয়ের স্কুলের প্রথম দিন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মায়ের সঙ্গে স্কুলে গিয়ে অনেকটা সময় কাটায় জয়।" স্ক্রিনশট দেখুন--
সার্চ করার পর, মূলধারার আরেকটি সংবাদমাধ্যম দৈনিক সমকাল-এর অনলাইন ভার্সনেও খবরটি প্রকাশিত হতে দেখা যায়। তবে সমকালের খবরটি প্রকাশের তারিখ ২১ নভেম্বর ২০১৮। খবরটিতে বলা হয় "বুধবার স্কুলে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপু বিশ্বাস জয়ের উদ্দেশ্যে বলেন, 'আমি চাই তোমার স্কুলের প্রথম দিন আনন্দময় হোক। তুমি শুধু সুশিক্ষাই নেবে না অনেক সুন্দর শিশুদের সাথে মিশবে, তাদের সঙ্গে তোমার স্মরণীয় সময় কাটবে। তোমার জন্য গর্বিত।'" খবরটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ খবরটি সাম্প্রতিক নয় বরং ৩ বছর আগের। মূলত এসব খবর থেকেই বিভিন্ন অংশ কপি করে ভাইরাল অনলাইন পোর্টালে সাম্প্রতিক খবর হিসাবে প্রচার করা হচ্ছে।
সুতরাং তিন বছর আগের একটি খবর কোনো তথ্য পরিমার্জন না করেই অপ্রাসঙ্গিকভাবে নতুন খবর হিসাবে প্রকাশ করা হচ্ছে অনলাইন পোর্টালে, যা বিভ্রান্তিকর।