
মালিককে বাঁচাতে গিয়ে সাপের কামড়ে কুকুরের মারা যাওয়ার ঘটনাটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালে থাইল্যান্ডে মালিককে সাপের কামড় থেকে বাঁচাতে গিয়ে কুকুরের মারা যাওয়ার খবরটি প্রকাশিত হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, সাপের কামড় থেকে মালিককে বাঁচাতে জীবন দিয়েছে থাইল্যান্ডের একটি কুকুর। দেখুন এমন দুটি লিংক এখানে এবং এখানে।
গত ২২ ফেব্রুয়ারি 'World Khobor' নামের ফেসবুক পেজ থেকে একটি খবর শেয়ার করা হয় যার শিরোনাম ছিল, 'গর্ভবতী হয়েও বিষাক্ত সাপের মুখ থেকে মালিককে বাঁ'চাতে পিছুপা হয়নি সে'। খবরটির বিস্তারিত অংশে দেখা যায়, দুই বছর বয়সী কুকুর পিটবুল নং হর্ম বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের মুখ থেকে তার মালিককে বাঁচাতে নির্ভয়ে এগিয়ে যায়। প্রায় চার বার বিষাক্ত কোবরা ছোবল মারে কুকুরটিকে। তবু প্রাণ থাকা পর্যন্ত সে লড়াই করে যায় সাপটির সঙ্গে। তারপরই আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় কুকুরটি। দেখুন পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, থাইল্যান্ডে মালিককে বাঁচাতে গিয়ে কুকুরের জীবন দেয়ার ঘটনাটি পুরোনো। একাধিক সুত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, খবরটি ২০২০ সালের। প্রথমে খোঁজ করে খবরটি বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল 'ডেইলি বাংলাদেশ' এ পাওয়া গেছে যেটি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। 'গর্ভবতী হয়েও সাপের মুখ থেকে মালিককে বাঁচাতে পিছুপা হয়নি সে' শিরোনামের সেই খবরটিতে বলা হয়, ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল থাইল্যান্ডের পাথুম থানি অঞ্চলে এবং কুকুরটির নাম পিটবুল নং হর্ম। দেখুন--
এছাড়া আরো সার্চ করে ইংল্যান্ডভিত্তিক মেট্রো ডটকমে খবরটি পাওয়া গেছে এবং এটিও প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি। দেখুন--
খবরটি পড়ুন এখানে।
পরবর্তীতে আরো সার্চ করে থাইল্যান্ডভিত্তিক একটি নিউজ পোর্টাল খাসুদ ডটকো'তে একই ছবিসহ খবরটি প্রকাশিত হয়েছিল ২০ সালের ১৯ ফেব্রুয়ারি। দেখুন--
খবরটি দেখুন এখানে।
অর্থাৎ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের পুরোনো খবর নতুন দিন তারিখ দিয়ে হুবহু প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
Updated On: 2022-02-28T15:00:39+05:30
Claim : গর্ভবতী হয়েও বিষাক্ত সাপের মুখ থেকে মালিককে বাঁ’চাতে পিছুপা হয়নি সে
Claimed By : Facebook Posts
Fact Check : Misleading
Next Story